মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ মুহাম্মদ খলিল আর নেই
প্রকাশিত:
৯ মে ২০২৩ ০০:৪৬
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৮:৪৪

মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারি মুহাম্মদ খলিল ইন্তেকাল করেছেন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন এক সময়।
তিনি মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করেছিলেন। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ খলিল। আজ মাগরিবের পর মসজিদে নববীতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মসজিদে নববীর এই ইমামের ইন্তেকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শোক প্রকাশ করেছেন।
শায়েখ কারি মুহাম্মদ খলিল তার সুললিত তেলাওয়াতের কারণে শ্রোতাদের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন। বাদশা সালমান বিন আব্দুল আজিজ রমজানে মসজিদে নববীতে তারাবি নামাজের ইমাম হিসাবে শায়খ মুহাম্মদ বিন খলিল আল-কারিকে নিয়োগের অনুমোদন দেন। শায়েখ কারি মুহাম্মদ খলিল ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: