শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই


প্রকাশিত:
১০ জুলাই ২০২১ ১৭:১২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:৪১

ফাইল ছবি

শুক্রবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা না যাওয়ায় আগামী রোববার (১১ জুলাই) থেকে নতুন মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

গালফ নিউজের খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই হবে জিলহজ মাসের দশম দিন আর সেদিনই হবে পবিত্র ঈদুল আজহা। এর আগের দিন ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

মুসলমানরা প্রতি বছর জিলহজ মাসে হজ পালন করে থাকেন। এর অংশ হিসেবে এ মাসের দশম দিন ঈদুল আজহা পালিত হয়।

এর আগে সৌদির সুপ্রিম কোর্ট জনগণের উদ্দেশে আহ্বান জানায়, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টকে যেনো অবহিত করা হয়। কিন্তু শুক্রবার সৌদির কোথাও চাঁদ দেয়া যায়নি। ফলে সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত নেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top