চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
প্রকাশিত:
১ মার্চ ২০২৫ ১৮:৩০
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৪:৫৫

দেশের আকাশে ১৪৪৬ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) রোজা শুরু হবে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চাঁদ দেখার খবর জানায়নি কমিটি।
এদিকে রমজান মাসের চাঁদ দেখা ও পর্যালোচনার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করবেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল শুক্রবার পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। সাধারণত সৌদি আরবের পরদিন আমাদের দেশে রোজা শুরু হয়। সে হিসেবে রোববার (২ মার্চ) থেকে দেশে রমজান শুরু হবে এমন সম্ভাবনা প্রবল ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: