বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২


জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১৭:১৩

আপডেট:
২৯ মে ২০২৫ ০৩:৩১

ছবি সংগৃহীত

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ। ইসলামের পবিত্র চার মাসের একটি এই মাস। এই মাসেই ইসলামের পঞ্চম স্তম্ভ হজ আদায় করা হয়। হজের পাশাপাশি কোরবানির ঈদ বা ঈদুল আজহাও এই মাসেই অনুষ্ঠিত হয়।

জিলহজ কী?

জিলহজ (ذُو ٱلْحِجَّة) অর্থ—হজের মাস বা হজ পালনকারীর মাস। এই মাসে সারা বিশ্বের মুসলমানেরা মক্কায় গিয়ে হজ পালন করেন।

৮, ৯ ও ১০ জিলহজ—এই তিন দিন হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ৯ জিলহজ আরাফার দিন, এদিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

ঈদুল আজহা

জিলহজ মাসে মুসলমানরা হজের পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি ধর্মীয় বিধান পালন করেন তাহলো কোরবানি বা ঈদুল আজহা। এটি কোরবানির ঈদ হিসেবে পরিচিত। ঈদুল আজহায় ঈদের নামাজের পর কোরবানি করা হয়। ১০ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত এই তিনদিন কোরবানি করা যায়। ১৩ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির শেষ সময়।

জিলহজ মাসের প্রথম ১০ দিন

ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী জিলহজ মাসের প্রথম দশ দিনকে বছরের সবচেয়ে বরকতময় দিন বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন— এই দশ দিনের মতো কোনো দিন নেই, যাতে নেক আমল আল্লাহর কাছে এতটা প্রিয় হয়। (বুখারি)

জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিবস

১ জিলহজ : আলি ইবনে আবি তালিব (রা.) ও ফাতিমা (রা.)-এর বিবাহ।

৮, ৯ ও ১০ জিলহজ : হজের দিনসমূহ।

৮ জিলহজ : মিনায় অবস্থানের দিন।

৯ জিলহজ : আরাফার দিন।

৯ জিলহজ: মুসলিম ইবনে আকীল ও হানি ইবনে উরওয়ার শাহাদাত (কুফায়)।

১০ জিলহজ : ঈদুল আজহা।

১৮ জিলহজ : উসমান ইবনে আফফান (রা.)-এর শাহাদাত।

১৯ জিলহজ : বিবাহোত্তর ফাতিমা (রা.)-এর আলি (রা.)-এর গৃহে গমন।

২৫ জিলহজ : আলি ইবনে আবি তালিব (রা.)-এর খেলাফত গ্রহণ (৩৫ হিজরি)।

রমজানের পর আমলের উত্তম সময়

রমজান মাস আল্লাহ তায়ালার নৈকট্য লাভের সর্বোত্তম সময়। রমজান মাসের পর কেউ আল্লাহ তায়ালার নৈকট্য লাভ এবং আমলের মাধ্যমে সওয়াব অর্জন করতে চাইলে তাদের জন্য এই দশ দিন হলো সর্বোত্তম সময়। এই সময় ইবাদত, তওবা, দান ও কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের অপূর্ব সুযোগ লাভ করা যায়।

কোরবানি

১০ জিলহজ সামর্থ্যবানদের জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানির জন্য একটি পশু—
ভেড়া, ছাগল, গরু, ষাঁড় বা উট—আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হয়। এটি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও গরিবদের সাহায্যের একটি নিদর্শন।

যারা হজে যেতে পারেন না, তারা জিলহজ মাসের প্রথম দিনগুলো কাজে লাগিয়ে বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top