রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় লঙ্কান তারকা ওপেনারের


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলঙ্কার তারকা ওপেনার দিমুথ করুণারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের পরই জাতীয় দলের জার্সিকে বিদায় জানাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ওপেনার।

২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুণারত্নের। ম্যানচেস্টারে সেই ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড। ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি। গলের সেই টেস্টে শ্রীলঙ্কা লড়াইয়ে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেই গলে খেলেই দাঁড়ি টানতে চলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তথা অন্যতম সফল টেস্ট ওপেনার করুণারত্নে।

২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি।

গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছে শ্রীলঙ্কা। এই টেস্ট ম্যাচটি হতে চলেছে করুণারত্নের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাট করে করুণারত্নে ৩৯.৪০ গড়ে সংগ্রহ করেছেন ৭১৭২ রান। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের। যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top