বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য জানার অপেক্ষায় ভারতীয় দল


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:২৯

ছবি সংগৃহীত

আর ৭ দিন পরেই পাকিস্তনের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আট জাতি নিয়ে শুরু হওয়া এই বৈশ্বিক আসরের খেলা মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৯ মার্চ লাহার/ দুবাইর ফাইনালের মধ্যে দিয়ে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে চলছে নানা বিশ্লেষন। ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে চূড়ান্ত দল পাঠাতে হবে আইসিসির কাছে, অর্থাৎ বাকি কেবল একদিন। চোটের কারণে এখনও জাসপ্রীত বুমরাহর খেলা নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারত। মঙ্গলবার জানা যাবে বুমরাহ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত।

বুমরাহর জন্য শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিসিআই। আপাতত স্ক্যান করাতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে অবস্থান করছেন ৩১ বর্ষী বুমরাহ।

প্রায় ১ মাস ধরে চোটে ভুগলেও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রেখেছে ভারত। ক্রিকইনফো জানাচ্ছে, বিসিসিআইয়ের মেডিকেল স্টাফরা ফিটনেস মূল্যায়ন করার পর নির্বাচক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুমরাহর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি ওয়ানডে সিরিজের দলেও আছেন বুমরাহ। ধারণা করা হচ্ছিল, আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন তিনি। তবে দলের সঙ্গে আহমেদাবাদে না গিয়ে বুমরাহ গেছেন বেঙ্গালুরু। এই সিরিজে মাঠে না নামার সম্ভাবনাই এখন বেশি।

গত জানুয়ারিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে চোট পান ভারতের তারকা পেসার। পিঠের চোটে এতদিন ধরে মাঠের বাইরে আছেন। পাঁচ সপ্তাহ বিশ্রামের পর আবারও স্ক্যান করানোর কথা থাকলেও এপর্যন্ত রিপোর্ট সম্পর্কে জানা যায়নি।

শেষপর্যন্ত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট না হলে হার্ষিত রানাকে দলে টানতে পারে ভারত। বুমরাহর যদি টুর্নামেন্টের শেষ অংশেও ফেরার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে রেখেও ১৫ সদস্যের দলে পরিবর্তন আনতে পারে বিসিসিআই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top