বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


ক্রিকেট ইতিহাসে বিশ্বরেকর্ড ওমানের


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৯

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২২

ছবি সংগৃহীত

অনেক রেকর্ডরই স্বাক্ষী হয়েছে ক্রিকেট। তবে আজ যে রেকর্ড করেছে ওমান তা ওয়ানডে ইতিহাসেই প্রথম। ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ -এর নবম রাউন্ড। সবগুলো ম্যাচ গড়াচ্ছে একই মাঠে। তাই ব্যবহৃত পিচগুলোতে খেলা হচ্ছে ঘুরিয়ে-ফিরিয়ে। শুকনা-মন্থর পিচে স্পিনকে কাজে লাগানো হচ্ছে দারুণভাবে।

যার সর্বোচ্চ ব্যবহারটা দেখালেন ওমানের অধিনায়ক যতীন্দর সিং। রোববার নামিবিয়ার বিপক্ষে সবগুলো ওভারই করেন স্পিনাররা। এবং স্পিনিং ঘূর্নিতে ঘায়েল নামিবিয়ার সব ব্যাটার। এতে করে দারুণ দু’টি রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব।

অনেক রেকর্ডরই স্বাক্ষী হয়েছে ক্রিকেট। তবে আজ যে রেকর্ড করেছে ওমান তা ওয়ানডে ইতিহাসেই প্রথম। প্রথমবারের মতো কোনো দলের স্পিনাররা ম্যাচের ১০ উইকেটই নিয়েছেন। এমন বিরল কীর্তিটা আজ নামিবিয়ার বিপক্ষে গড়েছেন ওমানের স্পিনাররা।

আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ম্যাচে আল আমেরাতে এই বিশ্বরেকর্ড গড়েছে ওমান। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করার ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। ওমানের হয়ে সর্বোচ্চ ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন শাকিল আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন জয় ওদেদরা ও আমির কালেম।

আর বাকি দুই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন সিদ্ধার্থ বুকাপত্তনম ও সময় শ্রীভাসতপ। স্পিন সহায়ক উইকেটে অবশ্য নামিবিয়াকে ৩৩.১ ওভারে অলআউট করা ম্যাচে কোনো পেসারকেই বোলিংয়ে লাগাননি ওমানের অধিনায়ক জিতেন্দ্র সিং। এতে কোনো পেসার ছাড়া ইনিংস শেষ করা প্রথম দলও ওমান। নামিবিয়াকে অল্প রানে অলআউ করে এমন বিরল রেকর্ড গড়ার পরও জয় পেতে বেশ বেগ পেয়েছে ওমান।

১৬৪ বল হাতে রেখে ম্যাচে জয় পেলেও উইকেটের ব্যবধান ছিল মাত্র ২। অর্থাৎ, ৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যখন জয় নিশ্চিত করে ওমান ততক্ষনে ১০০ রান করতে ৮ ‍উইকেট হারায়। ২ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে ২১ রান করে ম্যাচসেরা হয়েছেন আমির।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top