চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ কিউইদের, ছিটকে গেলেন তারকা পেসার
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩৪

রাত পোহালেই শুরু চ্যাম্পিয়ন ট্রফি। দীর্ঘ সাত বছরের বিরতি শেষে ফের ফিরেছে বৈশ্বিক এই আসর। কাল ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ক্রিকেটের এই মহাযজ্ঞ। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্ট। আট দলের বৈশ্বিক টুর্নামেন্টটি নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একের পর এক চোটের হানায় ছিটকে পড়ছেন ক্রিকেটাররা। চোটের কারণে অস্ট্রেলিয়া নাকাল। ছিটকে দলটির বেশ বড় তারকরা। এছাড়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মতো দলের বেশ তারকরা চোটে ছিটকে গিয়েছেন। আর শেষ সময়ে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসনও ছিটকে গেলেন।
তার জায়গায় নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার কাইল জেমিসন। কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলছিলেন ফার্গুসন। সেখানে বোলিংয়ের সময় চোট পান তিনি। চোট থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেন তিনি।
গত রবিবার আফগানিস্তানের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে এক স্পেলে বোলিংও করেন ফার্গুসন। যদিও পায়ে ব্যাথা থাকায় স্বাচ্ছন্দ্যে বোলিং করা হয়নি এই পেসারের। সেই ম্যাচের পরই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আনফিট ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এই ব্যাপারে বলেন, 'আমরা সত্যিই লকির জন্য হতাশ। সে বোলিং গ্রুপের একজন গুরুত্বপূর্ণ অংশ এবং তার অনেকগুলো বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি যে সে আরেকটি বড় ইভেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমরা তার আরোগ্য কামনা করি এবং আশা করি সে শীঘ্রই ফিরে আসবে।'
কিউইদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে অভিজ্ঞ পেসার ছিলেন ফার্গুসন। উপমহাদেশের পিচে তার বোলিংও দারুণ কার্যকরী। দেশের হয়ে ৬৫টি ওয়ানডে ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন এই পেসার। ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে ফার্গুসন নেন ৬৪টি উইকেট। তার বদলে দলে ঢোকা জেমিসন আজই পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন।
আপনার মূল্যবান মতামত দিন: