বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


ভারত বাড়তি সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন ওঠায় ক্ষেপে যা বললেন গম্ভীর


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ১৪:১১

আপডেট:
৫ মার্চ ২০২৫ ১৪:১২

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। গতকাল দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তিন বল বাকি থাকতে ২৬৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দুবাইয়ের এক ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে গেছে ভারত। অথচ অন্যদলগুলোকে বার বার ভেন্যুসহ দেশও বদলাতে হচ্ছে।

অজিদের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে ম্যান ইন ব্লুদের বাড়তি সুবিধা নিয়ে প্রশ্ন উঠেছে। দলটির হেড কোচ গৌতম গম্ভীর এমন প্রশ্ন মোটেও ভালোভাবে নিতে পারেননি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে কিনা।

এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন গম্ভীর। তিনি বলেছেন, ‘যদি এই টুর্নামেন্ট পাকিস্তানেও হতো, তবু আমরা দুই জন স্পিনার নিয়ে খেলতাম। দুবাই আমাদের অতিরিক্ত সুবিধা দিচ্ছে, এই ধারণাটাই ভিত্তিহীন।’

তার পর কঠোরভাবে তিনি বলেন, ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেললেও সেখানে অনুশীলন করেনি। তারা আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করেছে। যেখানকার কন্ডিশন মূল মাঠের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

ভারত সুবিধা পাচ্ছে এমন প্রশ্নের পর তীব্র প্রতিক্রিয়া দেখান গম্ভীর। পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেছেন, ‘বলুন তো, দুবাইয়ের এই কন্ডিশনে ভারত কখন এবং কোথায় কোনও টুর্নামেন্ট খেলেছে? আমি তো মনে করতে পারছি না। এই সমালোচনা অপ্রয়োজনীয় এবং সত্য থেকে অনেক দূরে।’ গম্ভীর জোর দিয়ে বলেছেন, দুবাইয়ের কন্ডিশন ভারতের কাছে সম্পূর্ণ অচেনা। যেমনটা অন্য দলের কাছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top