সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১


বার্সেলোনা ম্যাচে খেলা হচ্ছে না ডি মারিয়ার


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ১৭:১০

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৭:৪৫

ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ (বুধবার) মুখোমুখি হবে বার্সেলোনা ও বেনফিকা। এই ম্যাচে কাতালানদের লিসবনে আতিথ্য দেবে পর্তুগিজ ক্লাবটি। তবে স্বাগতিক দলের অন্যতম প্রধান তারকা আনহেল ডি মারিয়া থাকছেন না এই ম্যাচে। সাবেক এই আর্জেন্টাইন তারকা মোনাকোর বিপক্ষে বেনফিকার আগের ম্যাচে বাঁ পায়ের মাংসপেশির চোট পেয়েছিলেন। যা আজকের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ডি মারিয়াকে।

এস্তাদিও দ্য লুজে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে বার্সেলোনা-বেনফিকা। এই ম্যাচের আগে অবশ্য আরও কয়েক তারকার চোটে বিপর্যস্ত বেনফিকা। তাদের মধ্যে অন্যতম রেনাতো সানচেজ, ম্যানু সিলভা, অ্যালেক্সান্ডার বাহদেরও পর্তুগিজ ক্লাবটি তাদের বড় ম্যাচে পাচ্ছে না। চলতি মৌসুমে বেনফিকার হয়ে ১৪ গোল করেছেন ডি মারিয়া। ফলে তার অনুপস্থিতি দলটির জন্য বড় ক্ষতি!

বেনফিকা কোচ ব্রুনো লাগ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারি মোনাকো ম্যাচে ফিদেও (ডি মারিয়া) এবং ফ্লোরেন্তিনো লুইজ মাংসপেশির চোটে পড়েন। মাত্র ২০ মিনিট পরই ডি মারিয়া মাঠ ছেড়ে যাওয়ার পর তার চোট নিশ্চিত হওয়া গেছে, যা থেকে সেরে উঠতে (ইনজুরি সময়ের পর থেকে) একমাস লাগতে পারে ডি মারিয়ার। তবে বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে (১১ মার্চ) আলবিসেলেস্তে মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বেনফিকা। ফিরতি ম্যাচটি হবে বার্সেলোনার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে।

বেশ কয়েকজন তারকা ফুটবলারের অনুপস্থিতি সত্ত্বেও অবশ্য আগুনে লড়াইয়ের আভাস দিয়ে রেখেছে বেনফিকা কোচ, ‘ম‍্যাচে কতগুলো গোল হবে তা এই মুহূর্তে অনুমান করতে পারব না। তবে দারুণ একটি ফুটবল ম‍্যাচ হবে বলে মনে করি। কারণ দুটি দলই আক্রমণে চোখ রেখে খেলে। কঠিন লড়াই হবে এবং আমরা জয়ের জন‍্য খেলব। অবশ‍্যই আগামীকালকের (আজ) ম‍্যাচের ফল গুরুত্বপূর্ণ হবে, তবে দ্বিতীয় লেগের ফল আরও বেশি গুরুত্বপূর্ণ হবে।’

এর আগেও অবশ্য এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও বার্সেলোনা। জানুয়ারিতে হওয়া ম্যাচের এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়েও জেতা হয়নি পর্তুগিজদের। বার্সেলোনা যোগ করা সময়ে রাফিনিয়ার গোলে ৫-৪ ব‍্যবধানে জিতেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top