বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণা


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫ ১১:৩৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৫:৪৬

ছবি সংগৃহীত

মুশফিকুর রহিমের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে গুঞ্জন ছিলো মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি তার পোস্টে সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘‘আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’’

পরিবারের অবদান তুলে ধরে তিনি আরও বলেন, ‘‘একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুড়কে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।’’

নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘‘সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।’’

অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘‘সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি.. আলহামদুলিল্লাহ।’’

শেষে তিনি জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top