ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে আদর্শ অধিনায়কের খোঁজ পেয়েছে ভারত!
প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫ ১৬:৪৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:১৮

ভারত সবশেষ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনালে ওঠার জন্য অজিদের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে জয়ের কোনো বিকল্প ছিল না রোহিত শর্মাদের সামনে। তবে মহাগুরুত্বপূর্ণ সে সিরিজে হেরেছে ভারত, ফলে ফাইনালেও ওঠতে পারেনি রোহিতের দল। আবার অজিদের বিপক্ষে সে সিরিজে ব্যাট হাতে বাজে সময় কাটিয়েছেন রোহিত নিজেও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে ব্যাট হাতে ৩ ম্যাচে রোহিত করেছিলেন ৩১ রান। অফ ফর্মে থাকার কারণে নিজেকেও একাদশ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। সেই সিরিজের সময়ই চাউর হয়েছিল রোহিতের অবসর গুঞ্জণ। লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে তিনি আর খেলবেন কি না সে আলোচনাও শুরু হয়েছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজের পর ভারত আবার টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে এ সিরিজে রোহিত দলে থাকবেন কি না, অধিনায়কত্বের ভার তার কাঁধে থাকছে কি না তা নিয়েও ছিল সংশয়। তবে সব সংশয় দূর হয়েছে।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বে একদিনের ক্রিকেটের আইসিসির এ টুর্নামেন্টে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে ভারত। এ টুর্নামেন্টে অপরাজিত ছিল দলটি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর রোহিতের অধীনে টানা দ্বিতীয় আইসিসি শিরোপা জিতল দলটি।
এদিকে ভারতকে টানা দুইটি আইসিসি টুর্নামেন্টের শিরোপা জেতানোর পর রোহিত শর্মা জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট এখনই ছাড়ছেন না তিনি, খেলা চালিয়ে যাবেন। এদিকে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর রোহিতের টেস্ট ক্যারিয়ারও আরও লম্বা হতে চলেছে।
তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে রোহিত করেছিলেন ৭৬। এরপরই রোহিতের গুরুত্ব বেড়ে গেছে। খোদ বিসিসিআইও নেতা রোহিতকেই প্রাধান্য দিচ্ছে।
মাস কয়েক আগেই রোহিতকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বোর্ডার গাভাসকার ট্রফিতে তিন টেস্টে করেছিলেন মাত্র ৩১ রান। তারপর ইংল্যান্ড সিরিজেও বড় একটা রান পাননি। কিন্তু সেই রোহিতই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন। ওই প্রতিবেদনে বোর্ডকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘রোহিত দেখিয়ে দিয়েছে ও কী করতে পারে। বোর্ডের সবাই মনে করছে ইংল্যান্ড সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক রোহিতই। আর সাদা বলের ক্রিকেটে খেলার আগ্রহ স্বয়ং রোহিত দেখিয়েছে।’
আপনার মূল্যবান মতামত দিন: