সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


সংবাদ সম্মেলনে বেজে উঠল সাংবাদিকের ফোন, এরপর..


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ১৩:১৩

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:৩৫

ছবি সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর লখনৌ সুপার জায়ান্টসের পক্ষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। ম্যাচ নিয়ে কথা বলার সময় সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। হাসিমুখেই ফোন ধরে কথা বলেন লখনৌ কোচ।

গত শুক্রবার ঘরের মাঠ লখনৌতে মুম্বাইকে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সেই স্বস্তির ছাপ ছিল লখনৌ কোচ ল্যাঙ্গারের চোখেমুখেও। হালকা মেজাজে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

সে সময় হঠাৎ সামনের টেবিলে রাখা একটি মোবাইল ফোন বেজে ওঠে। ল্যাঙ্গারের কথা রেকর্ড করার জন্য টেবিলে মোবাইল ফোনটি রেখেছিলেন এক সাংবাদিক। ফোন বাজায় কথা থামিয়ে ফোনটি তুলে সামনে বসে থাকা সাংবাদিকদের দেখান ল্যাঙ্গার।

মোবাইলটির মালিক লখনৌ কোচকে জানান, তার মা ফোন করেছেন। ল্যাঙ্গার তাকে কথা বলে নিতে বলেন। কিন্তু লখনৌ কোচ ছিলেন ফুরফুরে মেজাজে। পরে নিজেই হাসতে হাসতে ফোন ধরে কথা বলে নেন তার মায়ের সঙ্গে। সেই সাংবাদিকের মায়ের উদ্বেগ নিরসন করে ল্যাঙ্গার বলেন, ‘মা এখন ১২টা বেজে ৮ মিনিট। আমি সাংবাদিক বৈঠকে আছি।’ ফোন রেখে আবার খেলার আলোচনায় ফিরে যান। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দলের জয়েও খুশি ল্যাঙ্গার। তার দাবি মায়াঙ্ক যাদব দলের সঙ্গে যোগ দিলে তাদের শক্তি অনেকটা বৃদ্ধি পাবে। ল্যাঙ্গার বলেছেন, ‘মায়াঙ্ক এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছে। মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। বৃহস্পতিবার ওর বল করার ভিডিও দেখেছি। ৯০ থেকে ৯৫ শতাংশ ক্ষমতা ফিরে পেয়েছে। মায়াঙ্কের উঠে আসা ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক। আইপিএলের জন্যও। গত বছর সবাই দেখেছে ও কী করতে পারে। আমার মনে হয় না ভারতের কোনও বোলার মায়াঙ্কের থেকে জোরে বল করে। সে জন্যই তো ওকে নিয়ে এত কথা হচ্ছে।’

তরুণ জোরে বোলার দ্রুত লখনৌ শিবিরে যোগ দিতে পারবেন বলে মনে করেন ল্যাঙ্গার। তিনি বলেছেন, ‘এনসিএতে বেশ ভালো বল করছে মায়াঙ্ক। আমাদের হয়তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এনসিএ দুর্দান্ত কাজ করছে। আবেশ খানকে ফিরিয়ে দিয়েছে। তারপর আকাশ দীপকেও ফিরিয়ে দিয়েছে। আশা করছি, মায়াঙ্কও খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগ দিতে পারবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top