৫০ টাকার টিকিটেও দর্শক আনতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট
প্রকাশিত:
২০ এপ্রিল ২০২৫ ১৪:৪৭
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ০২:৫৬

সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিয়ে ছিল জটিলতা। সেটার সমাধান বিসিবি করতে পেরেছে একেবারে শেষে এসে। দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয় দলের খেলা ফিরেছে বিটিভিতে। তবে সম্প্রচার ইস্যুতে সমাধান হলেও মাঠে দর্শকদের টানতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট। বিসিবির নির্ধারিত ৫০ টাকার টিকিটও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বাড়াতে পারেনি।
প্রথম দিনের খেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে ক্রিকেট কেন্দ্রিক তেমন উত্তেজনা চোখে পড়েনি। স্টেডিয়ামে মোট দর্শকের সংখ্যাও ছিল একেবারেই হাতে গোণা। লাঞ্চের পর খানিক দর্শক বাড়লেও সেটা দেড়শ থেকে দুইশ জনের মধ্যে। তবে বেলা বাড়ার পরপর দর্শকদের উপস্থিতি আরও বাড়তে পারে বলে প্রত্যাশা সবার।
অবশ্য প্রথম দিনের খেলা বলেই হয়ত দর্শকদের এমন অনাগ্রহ। সেইসঙ্গে দেশের ক্রিকেটে বড় নামেদের একের পর এক অবসরও হয়ত ক্রিকেট ভক্তদের আপাতত সরিয়ে রাখছে মাঠ থেকে।
দর্শকহীনতার ম্যাচে বাংলাদেশও টেস্টে শুরুটা করেছে ম্যাড়ম্যাড়ে। দলীয় শতরান পেরুবার আগেই সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। চল্লিশের ঘরে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই মুহূর্তে ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মুমিনুল হক।
ড্রিংকস ব্রেকের সময়ে এসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১২২ রান।
আপনার মূল্যবান মতামত দিন: