বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২


এবার পাকিস্তান নিয়ে কঠিন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫ ১৫:১৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২০:১৯

ছবি সংগৃহীত

কাশ্মিরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার প্রেক্ষিতে আরও একবার চরমে উঠেছে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব। দুই রাজনৈতিক প্রতিপক্ষ এরইমাঝে একে অন্যের প্রতি ছুঁড়ে দিয়েছে কড়া হুঁশিয়ারি। ভারতের পক্ষ থেকে সশস্ত্র হামলার জেরে পাকিস্তানিদের জন্য ‘সার্ক ভিসা ছাড়’ প্রোগ্রাম বাতিল করা হয়েছে। আবার পাকিস্তানেও এর জেরে বসছে নিরাপত্তা বৈঠক।

রাজনৈতিক এই বৈরীতার প্রভাব পড়েছে খেলার মাঠেও। দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটে নেই কোনো দ্বিপাক্ষিক সিরিজ। তবে কাশ্মিরে সৃষ্ট পরিস্থিতির পর ভবিষ্যতেও ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)- এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

ভারতের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে রাজীব শুক্লা বলেন, ‘আমরা (হামলায়) ক্ষতিগ্রস্তদের পাশেই আছি এবং আমরা এর নিন্দা জানাই। আমাদের সরকার যাই বলুক না কেন, আমরা তাই করব।’ তিনি আরও বলেন, ‘সরকারের সিদ্ধান্তের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।’

তবে তিনি নিশ্চিত করেন, আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে পাকিস্তান। মূলত আইসিসির বৈশ্বিক ইভেন্টের স্বার্থেই এমন সিদ্ধান্ত ভারতের।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বোর্ডের পক্ষ থেকে হামলায় নিহত এবং ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, ‘নিরীহ প্রাণহানির ঘটনায় ক্রিকেট সম্প্রদায় গভীরভাবে মর্মাহত এবং মর্মাহত। এই দুঃখের মুহূর্তে আমরা নিহতদের পরিবারের সাথেই আছি।’

উল্লেখ্য, রাজনৈতিক বৈরিতার জেরে ২০১২ সালের পর থেকেই বন্ধ আছে ভারত এবং পাকিস্তানের মধ্যেকার দ্বিপাক্ষিক সিরিজ। মুম্বাইয়ের হোটেলে হামলার প্রেক্ষিতে ২০০৯ সাল থেকে আইপিএলে নেই কোনো পাকিস্তানি ক্রিকেটারের অংশগ্রহণ। যদিও আইসিসি এবং এশিয়ান ক্রিকেটের সূচিতে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের।

যদিও এখানে আছে জটিলতা। পাকিস্তানে এশিয়া কাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যায়নি ভারত। নিরাপত্তার অজুহাতে তারা পাকিস্তান সফরে যায়নি। খেলা হয়েছে হাইব্রিড মডেলে। সম্প্রতি আইসিসি নারী বিশ্বকাপে চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে পাকিস্তান। যে বিশ্বকাপের আয়োজক ভারত। যার প্রেক্ষিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি কোয়ালিফাই পর্বের পরেই জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top