বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২


রোহিত-কোহলির ক্যারিয়ার নিয়ে কী ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড?


প্রকাশিত:
৭ মে ২০২৫ ১১:২১

আপডেট:
৮ মে ২০২৫ ০৩:৫৩

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের সময় থেকেই কানাঘুষা ছিল। ভারতীয় গণমাধ্যমেই প্রকাশ করা হয়েছিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি ঘটতে পারে এই সিরিজ থেকেই। ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতেই ইংল্যান্ড সিরিজ। ৫ টেস্টের অ্যাওয়ে সিরিজে রোহিত এবং কোহলি থাকছেন না এমনটাই ধারণা ছিল শুরু থেকে।

তবে চিত্রটা খানিকটা বদলেছে কিছু দিন ধরেই। রোহিতের নেতৃত্বে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। কিংবা আইপিএলে দুজনের ব্যাটিং হয়ত দৃষ্টিভঙ্গির বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভেতরে। অন্তত একাধিক ভারতীয় গণমাধ্যমে সেই সুরই বাজছে।

যদিও বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আভাসই মেলেনি এই দুজনকে নিয়ে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সম্প্রতি ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে রোহিত এবং কোহলি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন পুরোপুরি। কেবল একবাক্যে বলেছেন, এই দুজনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। একইদিনে সাইকিয়া জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করা হবে।

আশা করা হচ্ছে, চলমান আইপিএল ফাইনালের আগেই আলোচনায় বসবেন ভারতের নির্বাচকরা। আর সেখানে থাকতে পারেন কোচ গৌতম গম্ভীরও। যিনি অন্তত রোহিত এবং কোহলিকে দলে দেখতে আগ্রহী।

তার ভাষ্য অনুযায়ী, ‘যতদিন পর্যন্ত তারা (রোহিত এবং কোহলি) পারফর্ম করছেন, তাদের দলের অংশ থাকা উচিত। কখন আপনি শুরু করবেন এবং শেষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোচ, নির্বাচক বা বিসিসিআইয়ের বলা উচিত না, কখন আপনি অবসর নেবেন। যদি পারেন তবে ৪০ কেন আপনি ৪৫ বছর বয়সেও খেলতে পারেন।’

অবশ্য প্রসঙ্গ যখন পারফরম্যান্স তখন রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির প্রতি আঙুল তোলা সহজ ভারতের ক্রিকেট ভক্তদের জন্য। লাল বলে এই জুটি যে চেনা ছন্দে নেই বেশ অনেকটা সময় ধরেই। ২০২৪-২৫ মৌসুমের শেষ ৮ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মোটে ১৬৪ রান। অন্যদিকে বোর্ডার-গাভাস্কার সিরিজে অ্যাডিলেড টেস্টে কোহলি সেঞ্চুরি করলেও বাকি ৪ ম্যাচে করেছেন মোটে ৮৫ রান।

জুন মাসের ৩য় সপ্তাহ থেকে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ। এই সিরিজ খেলতে প্রায় দুই মাস ইংল্যান্ডে অবস্থান করবে ভারত দল। অনেকের মতেই, এই সিরিজ থেকেই নতুন করে নিজেদের ভবিষ্যত দলকে গোছাতে চাইছে টিম ইন্ডিয়া। সেই নতুনে দুই পুরাতন মুখের জায়গা হয় কি না সেটাই আগ্রহের কেন্দ্রে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top