বৃহঃস্পতিবার, ২২শে মে ২০২৫, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২


ম্যাচ হারের পর দিল্লি পেসারের ১০ শতাংশ জরিমানা


প্রকাশিত:
২২ মে ২০২৫ ১৫:২৫

আপডেট:
২২ মে ২০২৫ ১৯:০৫

ছবি সংগৃহীত

ম্যাচটা একেবারেই ভালো যায়নি দিল্লি ক্যাপিটালসের জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছে তাদের। হারের দিনে একেবারেই মলিন ছিলেন দিল্লির পেসার মুকেশ কুমার। মুম্বাইয়ের বিপক্ষে বুধবারের ম্যাচে ৪ ওভারে ২ উইকেট পেলেও ৪৮ রান খরচা করেছেন এই পেসার।

তবে দলের হার হজমের পর আবার নতুন করে দুঃসংবাদও হজম করতে হয়েছে মুকেশকে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের ম্যাচে তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মুকেশের বিরুদ্ধে আইপিএলের আচরণবিধির ধারা ২.২-এর লেভেল ১ অপরাধে অভিযোগ আনা হয়েছে।

ম্যাচ চলাকালীন "ক্রিকেট সরঞ্জাম, মাঠের যন্ত্রপাতি বা ফিটিংসের অপব্যবহার" সংক্রান্ত বিষয়ে এই আইন প্রচলিত আছে। শাস্তির বিষয়ে ম্যাচ রেফারি ড্যানিয়েল মনোহরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুকেশ। যে কারণে এই বিষয়ে তার বাড়তি কোনো শুনানির প্রয়োজন হচ্ছে না।

শাস্তি ছাড়াও মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটাই মুকেশের জন্য ছিল হতাশায় মোড়া। ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন তিনি। ৫টি চার ও ৩টি ছয় হজম করেছেন। এমনকি তার ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়েছে মুম্বাই। ১৯তম ওভারে দিয়েছেন ২৭ রান। সেটাই মুম্বাইকে ১৮০ রানে পৌঁছাতে বড় ভূমিকা রাখে।

মৌসুমের বিচারেও মুকেশের সময় একেবারেই ভাল যায়নি। চলতি মৌসুমে মুকেশ দিল্লির ১৩টি ম্যাচের মধ্যে ১১টিতে খেলেছেন। নিয়েছেন ১১টি উইকেট। যদি তার জন্য গড় ছিল ৩২ দশমিক ৬৩, ইকোনমি রেট ১০.১১।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top