কোয়ালিফায়ারে পাঞ্জাবের প্রতিপক্ষ হবে কে?
প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১২:৩৪
আপডেট:
২৯ মে ২০২৫ ০৩:১৪

মুম্বাই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে দীর্ঘদিন পর আইপিএলের কোয়ালিফায়ারে নিজেদের নাম তুলেছে পাঞ্জাব কিংস। ২০২৫ আসরের ফাইনালে খেলার পথে বড় সুযোগ পাচ্ছে তারা। ২৯ তারিখ ঘরের মাঠ মুল্লানপুরে কোয়ালিফায়ার খেলবে তারা। যে ম্যাচ জিতলেই চলে যাবে ফাইনালে।
কিন্তু দিনদুয়েক পর অনুষ্ঠিত হতে যাওয়া সেই কোয়ালিফায়ারে ঠিক কারা থাকছে তাদের প্রতিপক্ষ হিসেবে, সেটা এখন পর্যন্ত অজানা। একইভাবে এলিমিনেটরে জায়গা করে নেয়া মুম্বাই কাদের বিপক্ষে খেলবে সেটা নিয়েও আছে প্রশ্ন।
লিগ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভর করবে, মুম্বাই এবং পাঞ্জাব কিংসের প্রতিপক্ষ হবে কারা। লখনৌ সুপার জায়ান্টস বেশ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই ম্যাচ থেকে ভাগ্য নির্ধারণের সুযোগ তাই কেবল বেঙ্গালুরুর সামনে।
লখনৌর বিপক্ষে জিতলে বেঙ্গালুরু নিশ্চিত করবে প্রথম কোয়ালিফায়ার। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই নিশ্চিত করবে তারা। আগে ব্যাট করে ৩৪ রানে জিতলে (২০০ রান করা সাপেক্ষে) অথবা ২১ বল হাতে রেখে জিতলে (২০০ রান হজম সাপেক্ষে) শীর্ষ স্থানেও চলে যেতে পারে কোহলি-হ্যাজেলউডের দল। সেক্ষেত্রে মুল্লানপুরের প্রথম কোয়ালিফায়ার খেলবে পাঞ্জাব ও বেঙ্গালুরু।
তবে যদি তারা ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে গুজরাট ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকবে। কোয়ালিফায়ার খেলবে পাঞ্জাব ও গুজরাট। এলিমিনেটরে যাবে মুম্বাই ও বেঙ্গালুরু।
আপনার মূল্যবান মতামত দিন: