বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


বাংলাদেশকে কোয়ালিটি দল দাবি করে যা বললেন পাকিস্তান অধিনায়ক


প্রকাশিত:
২৮ মে ২০২৫ ১০:৪৬

আপডেট:
২৯ মে ২০২৫ ১৭:১৪

ছবি সংগৃহীত

পিএসএল শেষ করে বিশ্রামের সুযোগ পাননি পাকিস্তানের ক্রিকেটাররা। আজ বুধবার থেকে মাঠে নামবেন বাংলাদেশের বিপক্ষে, খেলবে তিন টি-টোয়েন্টি। তার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা বাংলাদেশ দলকে নিয়ে বেশ সমীহই করলেন পুরো সংবাদ সম্মেলনে।

টাইগার পেস বোলিং নিয়ে সালমান বলেন, ‘একজনের নাম বলা কঠিন। বর্তমানে তাদের (বাংলাদেশের) পেস বোলিং নিয়ে বললে, যারা বাংলাদেশের হয়ে খেলছে তারা দারুণ পেস বোলিং করে। আগে হয়ত ১ জন ছিল, এখন ৩-৪ জন ভালো ফাস্ট বোলার আছে তাদের। ফলে আমরা একজনকে টার্গেট করতে চাই না। আমরা সবাইকে নিয়েই ভাবছি।

এরপরেই তিনি যোগ করেন, ‘ব্যাটারদের মধ্যে লিটন দাস, দারুণ একজন ব্যাটার। দলের অধিনায়কও তিনি। অধিনায়ক হিসেবে তিনি নিশ্চয়ই চাইবেন অনেক রান করে দিতে। অধিনায়ক রান না পেলে দল চাপে পড়ে যাবে।’

সালমান আরও বলেন, ‘আমার মনে হয় তারা দারুণ কোয়ালিটি দল। একজনের নাম নেওয়া কঠিন। দুই ডিপার্টমেন্টেই তাদের ভালো প্লেয়ার রয়েছে। তাদের দারুণ বোলার রয়েছে যারা ম্যাচ জেতাতে পারে। ব্যাটিংয়েও তারা ভালো ব্যাটিং দল। তাদের অনেক ভালো ব্যাটার রয়েছে। কিছু নাম নেওয়া কঠিন। তারা কোয়ালিটি সাইড আমরা জানি। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশ। হারতে হয়েছে আরব আমিরাতের মতো খর্বশক্তির দেশের বিপক্ষেও। তবু সিরিজের আগে পাকিস্তানের অধিনায়ক বেশ সংযত ভাষাই অবলম্বন করেছেন, ‘দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ বেশ ভালো দল। আমাদের চিন্তা হচ্ছে আমরা যেরকম ক্রিকেটটা খেলতে চাই সেরকমটা খেলতে পারছি কিনা। এই সিরিজে আরও ভালো করতে পারছি কিনা। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই সহজ নয়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top