শুক্রবার, ৩০শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


এক ম্যাচে কোহলির তিন কীর্তি


প্রকাশিত:
২৮ মে ২০২৫ ১২:৫৮

আপডেট:
৩০ মে ২০২৫ ০১:০৭

প্রতীকী ছবি

আইপিএলে উড়ছেন বিরাট কোহলি, উড়ছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারকাবহুল টিম গড়েও প্রতিবার যেন খেই হারিয়ে ফেলতো আরসিবি। এবার চেনা দৃশ্যটা বদলে গেছে। সেরা দুইয়ে থেকে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু।

গতকাল (মঙ্গলবার) লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচেই তিনটি কীর্তি গড়লেন বিরাট কোহলি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের নজির গড়লেন তারকা এই ব্যাটার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে এই নিয়ে ৬৩টি অর্ধশতরান হয়ে গেল তার। আর কোনও ক্রিকেটার আইপিএলে এত অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তার ফিফটির সংখ্যা ৬২।

লখনৌয়ের বিরুদ্ধে ৫৪ রানের ইনিংসে এবারের আইপিএলে কোহলির মোট রান হলো ৬০২। এই নিয়ে পাঁচবার আইপিএলের এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব দেখালেন। এর আগে ২০১৩, ২০১৬, ২০২৩ এবং ২০২৪ সালের আইপিএলেও ৬০০র বেশি রান করেছিলেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লোকেশ রাহুল। তিনি ২০১৮, ২০২০, ২০২১, ২০২২ সালে, অর্থাৎ মোট চার বার আইপিএলের এক মৌসুমে ৬০০ বা তার বেশি রান করেছেন। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন ওয়ার্নার এবং ক্রিস গেইল। তারা তিনবার করে এই কৃতিত্ব দেখিয়েছেন।

মঙ্গলবারের ম্যাচে আরসিবির হয়ে ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে একটি নির্দিষ্ট টি-টোয়েন্টি দলের হয়ে ৯০০০ রান করলেন তিনি। এদিনের ম্যাচের পর আরসিবির জার্সি গায়ে কোহলির রান হলো ৯০০৪। তার মধ্যে আইপিএলে করেছেন ৮৫৭৯ রান। বাকি রান অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে।

একটি নজির গড়েছে আরসিবিও। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে এক মৌসুমে সব অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়েছে তারা। এ বার সাতটি অ্যাওয়ে ম্যাচই জিতেছে বেঙ্গালুরু। এমন কৃতিত্ব আর কোনও দলের নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top