শুক্রবার, ৩০শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


সেঞ্চুরি করে ৩০ লাখ টাকা জরিমানা গুণছেন পন্ত


প্রকাশিত:
২৮ মে ২০২৫ ১৫:১৯

আপডেট:
৩০ মে ২০২৫ ০১:১৭

ছবি সংগৃহীত

আইপিএলের এবারের মৌসুমটা একেবারেই ভালো যায়নি রিশব পন্তের। মেগা নিলামে তিনি বিক্রি হয়েছিলেন ২৭ কোটি টাকায়। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ডও গড়েন তিনি। তবে চড়া দামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে কিনলেও নিজের সেরাটা দিতে পারেননি পন্ত।

আইপিএলের এবারের মৌসুমে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পন্ত। ব্যাট হাতে তিনি পুরো টুর্নামেন্টেই নিজের ছায়া হয়ে। ওদিকে তার দলও প্লে-অফের দৌড় থেকে ছিটকে আয় আগেই।

লক্ষ্ণৌ গতকাল মাঠে নেমেছিল লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে। এ ম্যাচে আরসিবির বিপক্ষে অবশেষে নিজের চেনা রূপে ফিরলেন পন্ত। লক্ষ্ণৌ কেনো তাঁকে ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে সে প্রমাণই যেন দিলেন তিনি।

আরসিবির বোলারদের বিপক্ষে গতকাল ঝড় তুলেছিলেন পন্ত। ৬১ বল থেকে অপরাজিত ১১৮ রান করে এলএসজিকে ২২৭ রানে তুলতে সাহায্য করেন তিনি। ১১ টি চারের সঙ্গে ৮ ছয়ে এ রান করেন তিনি। এদিকে পন্ত দুর্দান্ত সেঞ্চুরি করলেও জয় পায়নি তার দল। আরসিবি ম্যাচটি জিতে নেয় ৮ বল হাতে রেখে ৬ উইকেটে।

এদিকে সেঞ্চুরি করে ম্যাচ হারার পাশাপাশি জরিমানাও গুণতে হয়েছে পন্তকে। স্লো ওভার রেটের কারণে জরিমানা হয়েছে তার। চলতি আইপিএল ২০২৫ মৌসুমে তাদের তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের শাস্তি করেন পন্ত।

আইপিএলের ওভার-রেট সংক্রান্ত আচরণবিধি অনুযায়ী, পন্তকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া এলএসজির ম্যাচ একাদশে থাকা বাকি খেলোয়াড়দের প্রত্যেককে ১২ লাখ রুপি বা তাদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে।

অবশ্য এটা পন্তের তৃতীয়বারের মতো অপরাধ হলেও তিনি সাসপেন্ড হননি, যা আগের আইপিএল মৌসুমগুলিতে হতো। ২০২৫ মৌসুমের আগে নিয়ম পরিবর্তন হওয়ায় এবার কেবল আর্থিক শাস্তি হয়েছে। ১৪ ম্যাচে ৬টি জয় আর ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে এলএসজি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top