মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


‘পরিস্থিতির কারণে’ রংপুর রাইডার্সের দলে নেই সাকিব


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ১৭:৪৬

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ২০:০৪

ছবি সংগৃহীত

প্রথমবার গ্লোবাল সুপার লিগে (জিএসএল) অংশ নিয়েই শিরোপা জয় করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও সে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দলটি। সে টুর্নামেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের দল ঘোষণা করেছে তারা।

তবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে এই দলে রাখেনি রংপুর। তাকে কেন দলে রাখা হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দিয়েছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেই সাকিবকে দলে নেয়নি রংপুর।

তিনি বলেন, ’আমরা ক্রিকেটের মানুষ, ক্রিকেটার সাকিবকেই চিনি। রাজনীতিবিদ বা অন্য কোনো পরিচয়ে চিনি না। উনার সাথে যতটুকু কথা হয়েছে, আশা করি উনিও পরিস্থিতি বুঝতে পারছেন। পরিস্থিতির কারণে হয়ত নিতে পারিনি।’

তবে কোনো পক্ষ থেকে সাকিবকে দলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি বলেও স্পষ্ট করেন তানিম, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে প্রতিক্রিয়া কী হতে পারে এটা আমার জানা নেই।’

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সবশেষ মেয়াদে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। তবে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

জিএসএল-এ রংপুর রাইডার্স স্কোয়াড

নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইবরাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top