শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


এজবাস্টনে আলো ছড়িয়ে এবার লর্ডসে আম্পায়ার সৈকত


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৮:৪০

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০২:৪৮

ছবি সংগৃহীত

এজবাস্টন টেস্টে ভারত রীতিমতো ইতিহাসই গড়েছে। অষ্টমবারের চেষ্টায় এই প্রথম ভেন্যুটি ছেড়েছে জয় নিয়ে। সেই টেস্টে আলো ছড়িয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। সেই টেস্টে দারুণ আম্পায়ারিং করে সৈকত এবার লর্ডসেও আছেন মাঠের আম্পায়ার হিসেবে।

ভারতের ম্যাচে আম্পায়ারিং করে আগেও আলোচনায় এসেছিলেন সৈকত। গেল ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের মেলবোর্নে চতুর্থ থার্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। সেই টেস্টে যশস্বী জয়সওয়ালকে স্নিকোমিটারে স্পাইক না থাকলেও স্রেফ ভিডিও দেখেই আউটের সিদ্ধান্ত দেন সৈকত। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল রীতিমতো।

এজবাস্টনে তাকে আম্পায়ার করা হয়। সেই ম্যাচেও জয়সওয়ালকে দেওয়া তার আউটের সিদ্ধান্ত আলোচনার জন্ম দেয়। দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের এলবিডব্লিউ নিয়ে ভারত রিভিউ নেয়।

তবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দাবি করেন, ‘রিভিউ নেওয়ার ১৫ সেকেন্ড সময়সীমা শেষ হওয়ার পর আবেদন করা হয়েছে।’ পরে সৈকত অন্য আম্পায়ার ক্রিস গ্যাফানির সঙ্গে আলোচনা করে রিভিউ মঞ্জুর করেন। সেই রিভিউয়েই নিশ্চিত হয় যে জয়সওয়াল আউট ছিলেন।

এছাড়াও পুরো ম্যাচে তিনি ছিলেন প্রায় নিখুঁত। তার দেওয়া ১০টি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে দুই দল মিলে, চার ইনিংসে সাকুল্যে ২টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে তাকে। সৈকতের এমন আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রখ্যাত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলেও।

ম্যাচ শেষে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্যাফানির কাছ থেকে এমন মান আশা করা যায়, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত পারফর্ম করেছেন।’

সেই সৈকত এবার লর্ডসেও আম্পায়ারিংয়ে নামলেন। যদিও বিষয়টা আগে থেকেই নির্ধারিত ছিল। সিরিজ শুরুর আগেই বলা ছিল এজবাস্টন ও লর্ডসে আম্পায়ার হিসেবে নামবেন সৈকত। সূচি মেনেই তিনি আজ নামলেন ক্রিকেটের মক্কায়।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top