নভেম্বরেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
প্রকাশিত:
৭ অক্টোবর ২০২০ ১৫:৪৪
আপডেট:
৮ অক্টোবর ২০২০ ০১:২৭

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী মাসেই। ইতোমধ্যেই বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের সম্ভাব্য সূচি নিয়ে আলোচনাও হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই ভারত-অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে। সেই অনুযায়ী ২৭ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার ট্রফির চার টেস্টের সিরিজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর। বিদেশের মাটিতে প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট খেলবে কোহলির দল।
আইপিএল শেষে আরব আমিরাত থেকেই সোজা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দেবে ভারতীয় দল। তবে করোনাকালে খেলোয়াড়দের কোয়ারেন্টিনে থাকা লাগবে কিনা তা এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে বসবেন বোর্ডের নির্বাচন কমিটি।
আপনার মূল্যবান মতামত দিন: