আফগানিস্তান সিরিজের ভেন্যু-সূচি নিয়ে যা জানা গেল
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৬:৫১
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৮:৪৭

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটি মাঠে গড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। যদিও সফরের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
মূলত এটি গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। এই সিরিজটি সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হবে।
বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে যে দুবাইয়ের মাঠেই এই সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর পর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।
জানা গেছে, সিরিজটি ১৪ দিনের মধ্যেই শেষ হবে। সেই হিসেবে ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবরের মধ্যেই শেষ হবে এই দুই সিরিজ। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আথিথিয়তা দেবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি স্থগিত করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: