রোহিতকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক আইয়ার!
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৩:১৬
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৬:২১

ক্যারিয়ারের গোধূলি বেলায় আছেন রোহিত শর্মা। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিতে বিদায় নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাট থেকে। টেস্ট থেকেও অবসর নিয়েছেন এ বছরই।
খেলছেন শুধু একদিনের ক্রিকেট। ওয়ানডে ফরম্যাটে তিনি আবার অধিনায়ক। তবে নেতৃত্বে তাঁকে আর খুব বেশি সময় দেখা যাবে না, এমনটাই গুঞ্জণ। এদিকে ভারতের ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার, এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, রোহিত শর্মার দীর্ঘমেয়াদী বদলি হিসেবে অধিনায়কত্বে আইয়ারের ওপরই আস্থা রাখতে চান নির্বাচকরা। তবে একদিকে যেমন অধিনায়ক হিসেবে আলোচনায় আইয়ার, অন্যদিকে তিনিই আবার এশিয়া কাপের ১৫ সদস্যের দলে জায়গা পাননি। সেই দলে আবার ফিরেছেন শুবমান গিল। শুধু ফিরেই থেমে নেই, গিলকে করা হয়েছে ভাইস-ক্যাপ্টেন, অর্থাৎ আসন্ন এই মহাদেশীয় টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের ডেপুটি হবেন তিনি।
সম্প্রতি টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন শুভমান গিল। নতুন করে জানা যাচ্ছে, সূর্যকুমারকে সরিয়ে টি-টোয়েন্টি দলেও অধিনায়ক হচ্ছেন গিল। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের পরপরই ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচন করা হতে পারে বলে আভাস মিলছে।
এদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ওয়ানডে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে চাইছেন নির্বাচকরা। একইসঙ্গে রোহিতকে অধিনায়কত্বের চাপ থেকেও মুক্ত করতে চান তাঁরা। ভারতীয় গণমাধ্যমে ইতোমধ্যেই গুঞ্জন, আসন্ন অস্ট্রেলিয়া সফরের সাদা বলের সিরিজ হতে পারে রোহিত ও কোহলির শেষ ওয়ানডে সফর।
ভারতীয় ক্রিকেট সবসময়ই গল্প আর আবেগের জায়গা। এখন গল্পটা দাঁড়িয়েছে এমন, কোহলি (৩৬ বছর) ও রোহিত (৩৮ বছর) একসঙ্গে ২৫ হাজারেরও বেশি রানের মালিক। তাহলে কি তাঁরা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যাবেন? ভারতের ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এই দুজন। কোহলির নামের পাশে আছে ৩০২ ম্যাচে ১৪,১৮১ রান, গড় ৫৭.৮৮। সেঞ্চুরি ৫১টি, হাফসেঞ্চুরি ৭৪টি, সেরা ইনিংস ১৮৩ রানের। রোহিত শর্মার ঝুলিতে ২৭২ ম্যাচে ১১,১৬৮ রান, গড় ৪৮.৭৬। সেঞ্চুরি ৩২টি, ফিফটি ৫৯টি, সর্বোচ্চ রানের ইনিংস ২৬৪।
দুজনেই সর্বশেষ ওয়ানডে খেলেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কোহলি করেছিলেন ৫ ম্যাচে ২১৮ রান, গড় ৫৪.৫০। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ইনিংস ছিল তাঁর বড় অবদান।
রোহিতের পারফরম্যান্স ছিল কিছুটা মিশ্র। তবে ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন তিনি। আসরে তাঁর মোট রান ছিল ১৮০, গড় ৩৬.০০ ও স্ট্রাইক রেট ১০০.০০। সব মিলিয়ে ভারতের ওয়ানডে দলে বড় পরিবর্তনের বার্তা স্পষ্ট- নতুন নেতা, নতুন দিক। এখন দেখার, শ্রেয়াস, গিল না অন্য কেউ- কে হবেন ভারতীয় দলের পরবর্তী স্থায়ী অধিনায়ক।
আপনার মূল্যবান মতামত দিন: