রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


পিছিয়ে গেল এশিয়া কাপের সময়, বাংলাদেশের ম্যাচ যখন


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৭:১৭

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০২:১৮

ছবি সংগৃহীত

সপ্তাহ দেড়েক পরেই মাঠে গড়াবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

তবে শেষ মূহুর্তে সময়সূচিতে এসেছে বেশ পরিবর্তন। আগের সূচি অনুযায়ী রাতের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা শুরু হবে আধা ঘণ্টা দেরিতে, অর্থাৎ রাত সাড়ে ৮টায়।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা অনেক বেশি থাকে, অনেক সময় তা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। সন্ধ্যার পর তাপমাত্রা কিছুটা কমে, সে কারণেই ক্রিকেট বোর্ডগুলোর অনুরোধে ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে।

এবারের এশিয়া কাপের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিই দিবারাত্রির ম্যাচ। সবগুলো ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।

তবে একটি ম্যাচ হবে দিনে। সেটি ১৬ সেপ্টেম্বর, যেখানে ওমান ও সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, স্থানীয় সময় বিকাল ৪টায়।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ৮টি দল, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৯ সেপ্টেম্বর, আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top