সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ওয়াইড বলে অদ্ভুত আউট হলেন ব্যাটার


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৩:১৪

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

ছবি সংগৃহীত

ক্রিকেটে একজন ব্যাটার ১০ ভাবে আউট হতে পারেন। এর মাঝে বোল্ড, ক্যাচ, রান আউট বা এলবিডব্লিউ বেশি দেখা যায়। হিট উইকেট তুলনামূলক কম চোখে পড়ে। এবার সেই হিট উইকেট আউটের দেখা মিলল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তবে শাই হোপ যেমন অদ্ভুতভাবে আউট হয়েছেন, তা বিরলই বলতে হবে!

ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শাই হোপ হিট উইকেট হয়েছেন ওয়াইড ডেলিভারিতে! সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৯ বলে ৩৯ রান করে এভাবেই আউট হন তিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে গায়ানার ইনিংসের পঞ্চদশ ওভারের প্রথম ডেলিভারিতে ঘটে এই ঘটনা।

এ সময় মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করার চেষ্টা করেন। কিন্তু কিছুটা গড়বড় করে ফেলেন তিনি। শর্ট স্লোয়ার ডেলিভারিটি অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইডের দাগের বেশ বাইরে চলে যায়। হোপ সেদিকেই পা বাড়িয়ে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টা করেন। কিন্তু এত বাইরের বলে নাগাল পাননি। কিন্তু তার ব্যাট নাগাল পেয়ে যায় স্টাম্পের।

অনেক বাইরের বল তাড়া করার চেষ্টায় ব্যাট সুইং হোপের নিয়ন্ত্রণে ছিল না। ক্রিজের অনেক গভীরেও ছিলেন। আর এতেই ব্যাট স্পর্শ করে স্টাম্পে। হোপ যখন হতাশ হয়ে ফিরছেন, আম্পায়ার তখন দুই হাত প্রসারিত করে ওয়াইডের সঙ্কেত দিচ্ছেন! হোপের ওই আউট টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০তম হিট উইকেট। এর মধ্যে ৪০টি আউট ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য হিট উইকেট হওয়া মাত্র চতুর্থ ব্যাটসম্যান হোপ। হোপ যখন বিদায় নেন, গায়ানা তখন ধুঁকছিল। তার আউটের পর তিনটি ওভার যায় আরও মন্দা। ১৭ ওভার শেষে রান ছিল ৭ উইকেটে ১১৭। তবে শেষ দিকে ঝড় তোলেন ডোয়াইন প্রিটোরিয়াস (১৬ বলে ২১) ও কুয়েন্টিন স্যামসন (১৯ বলে ২৫)। শেষ তিন ওভারে ৪৬ রান তোলে গায়ানা।

অবশ্য ১৬৩ রানের পুঁজি নিয়ে তেমন লড়াই করতে পারেনি গায়ানা। রান তাড়ায় ১৬ বল বাকি রেখে ৬ উইকেটে জিতে যায় ত্রিনবাগো। দুই ওপেনারই দলকে নিয়ে যান জয়ের দিকে। ৪৩ বলে ৭৪ রান করন অ্যালেক্স হেলস, ৩০ বলে ৫২ কলিন মানরো। শেষ দিকে আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন।


ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top