মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২


নতুন আরেকটি টুর্নামেন্টে খেলবেন সাকিব


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৭:১৩

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫০

ছবি সংগৃহীত

প্রায় এক বছর ধরে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। কানাডায় শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টেন টুর্নামেন্ট ‘কানাডা সুপার সিক্সটি লিগ।’ টুর্নামেন্টটি আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে। ছয় দলের এই প্রতিযোগিতাতেও খেলবেন সাকিব। বাংলাদেশি অলরাউন্ডার মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে অংশ নেবেন।

কানাডা সুপার সিক্সটি লিগের অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। সাকিব ছাড়াও এই টুর্নামেন্টে ডেভিড মালান, কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, সিকান্দার রাজা, মঈন আলী, পিযুষ চাওলা ও রহমানুল্লাহ গুরবাজের মতো আন্তর্জাতিক তারকারা খেলবেন।

এর আগে কানাডার আরেক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘গ্লোবাল টি-টোয়েন্টি’তেও মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলেছিলেন সাকিব। নতুন এই টুর্নামেন্টেও একই দলের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তার দলে রয়েছেন টম মুরস, জশ ব্রাউন, নিক হবসন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইয়ের মতো পরিচিত মুখ।

বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও খেলার কথা রয়েছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেললেও জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য সাকিব। সহসা তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

মন্ট্রিয়েল টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিনস, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কুরি, বেন মানেনতি, দিলপ্রিত বাজওয়া, আনশ প্যাটেল, শ্রেয়াস মোভভা, গুরসাহিব সিং ও পাডাম জোশি।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top