টেস্টের জন্য টি-টোয়েন্টিকে বিদায় জানালেন স্টার্ক
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:২১

হুট করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মিচেল স্টার্ক। টেস্ট ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় গতি তারকা।
অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ উইকেট শিকার করেছেন স্টার্ক। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অজি দলে ছিলেন এই বাঁহাতি পেসার। এই ফরম্যাটে সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন ৩৫ বছরের তারকা। ২০২২ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট এই ফরম্যাটে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
২০২৬ সালের মাঝামাঝি থেকে সাদা পোশাকে ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া। ২০২৭ সালে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে একটি ‘বিশেষ টেস্ট’ও খেলবে অস্ট্রেলিয়া। পরের বছর হবে অ্যাশেজ। অর্থাৎ লাল বলের ক্রিকেটে সেরাটা দিতেই টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পেসার। সেইসাথে প্রস্তুত হতে চান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য।
আপনার মূল্যবান মতামত দিন: