ক্রিকেট ফ্যানদের জন্য এশিয়া কাপ লাইভ স্ট্রিম করবে টফি
প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ ২০২৫। আর দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম – বাংলালিংকের টফি।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই ও আবুধাবিতে এ টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা টানটান উত্তজনাপূর্ণ এ ম্যাচগুলো উপভোগ করতে পারবেন টফির মাধ্যমে। অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপ, টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) সরাসরি প্রতিটি ম্যাচ দেখা যাবে। এতে করে দর্শকেরা স্মার্ট টিভির বড় পর্দায় কিংবা যেকোনো সময়, যেকোনো স্থানে মোবাইল ফোনের স্ক্রিনেও এশিয়া কাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “টফির মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের এশিয়া কাপ- ২০২৫ সরাসরি দেখার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট সবাইকে এক করে দেয়। আমরা চাই, টফির মাধ্যমে ক্রিকেট ভক্তরা কোন বাধা ছাড়াই যেন নিরবচ্ছিনভাবে টুর্নামেন্টের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেটা বড় স্ক্রিনেই হোক কিংবা ফোনে। ‘অলওয়েজ অন’ প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিশ্বের জনপ্রিয় সব খেলার পাশাপাশি টফিতে নাটক, সিনেমা ও আন্তর্জাতিক কনটেন্টও রয়েছে। টফিকে ধীরে ধীরে বাংলাদেশের সবার জন্য নির্ভরযোগ্য ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মে রূপান্তরের যাত্রায় এগিয়ে যাচ্ছে।”
কিবরিয়া বলেন “আমাদের সাশ্রয়ী স্পোর্টস প্যাকের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, ভক্তরা যেখানেই থাকুক না কেন, তাদের প্রিয় খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত যেন তারা স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন।”
সাশ্রয়ী খরচে টফিতে বোনাস প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ই পি এল টুর্নামেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা। দেশের ক্রীড়াপ্রেমীরা এক দিনে মাত্র ২৫ টাকা, ৭ দিনে ৫৫ টাকা এবং ৩০ দিনে ১১০ টাকায় এশিয়া কাপ ও ইপিএল, দুটোই দেখতে পারবেন।
‘অলওয়েজ অন’ প্রতিশ্রুতিতে টফি সবার জন্য নিরবচ্ছিন্ন বিনোদনের সুযোগ নিশ্চিতে ভূমিকা রাখছে। সরাসরি ক্রিকেট ও ফুটবল (ইপিএল ২০২৫-২৬) ম্যাচ দেখা থেকে শুরু করে বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক টেলিভিশন সিরিজ কুরুলুস: ওসমান এবং দেশের সিনেমা ও নাটক সবই রয়েছে টফিতে। প্ল্যাটফর্মটিতে রয়েছে সবার জন্যই কিছু না কিছু।
আপনার মূল্যবান মতামত দিন: