বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৪শে পৌষ ১৪৩২


প্লে-অফের আশা হারাচ্ছে না জয়হীন নোয়াখালী


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬ ১৮:২৭

আপডেট:
৮ জানুয়ারী ২০২৬ ০২:০৫

ছবি : সংগৃহীত

চলমান বিপিএলে নতুন দল হিসেবে আবির্ভাব ঘটেছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে মাঠের পারফর্মম্যান্সে একেবারেই নাজুক অবস্থা দলটির। ইতোমধ্যে ৪ টি ম্যাচের সবকটি ম্যাচেই হেরেছে নোয়াখালী। তবে এখনো প্লে-অফ খেলার স্বপ্নের কথা জানালেন দলটির বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত।

আজ মঙ্গলবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাজ বলেন, 'দলটা পরিবারের মতো। আমরা যদিও কিছু ম্যাচ হেরে গেছি। তবে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো।'

এখনো প্লে-অফের আশা ছাড়েনি নোয়াখালী, 'ইনশাআল্লাহ, প্লে অফে যাবে। আমরা পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। বাকি ম্যাচগুলোতে অনেক ভালো খেলে ম্যাচ জেতার চেষ্টা করব।'

পিএসএলেও বাংলাদেশি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা উচিত এবং তারা পাকিস্তানে খেলতে এলে আন্তরিকভাবে স্বাগত জানানো হবে, 'বিপিএল অনেক পাকিস্তানি খেলোয়াড় খেলতে আসে, এতে আমরা আনন্দিত। আমাদের জন্য এটা গর্বের বিষয় যে এতজন পাকিস্তানি খেলোয়াড়কে বিপিএলে বেছে নেওয়া হয়েছে। পিএসএলেও বাংলাদেশি ক্রিকেটাররা কেন নয়? তাদের আনা উচিৎ। তাদের স্বাগত জানাই।'



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top