মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২

সমুদ্রে বায়ুচাপের আধিক্য, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত


প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ১৫:১৬

আপডেট:
৮ জুলাই ২০২৫ ১৫:২১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৮ জুন) সকালে দেওয়া এক সতর্কতাবার্তায় এ তথ্য জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

তিনি জানান, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরজুড়ে গড়ে উঠেছে বজ্রমেঘের শক্তিশালী বলয়। পাশাপাশি বায়ুচাপের তারতম্যও বেড়েছে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এলাকায় থেকে অত্যন্ত সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কোনো বার্তা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া সম্পূর্ণ নিষেধ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে লঘুচাপ তৈরি হয়েছিল, তা এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এ অবস্থায় মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবলভাবে বিরাজ করছে।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ এবং বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

জনসাধারণকে উপকূলীয় এলাকায় সতর্কতা অবলম্বন এবং সমুদ্রসংলগ্ন অঞ্চলে বসবাসকারীদের খবরদার থাকা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top