রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১


রাজধানীতে ছুরিকাঘাতে প্রীতম হত্যা

ডেঞ্জার দারুস গ্রুপের দলনেতা রাসেল গ্রেপ্তার


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫

আপডেট:
৬ অক্টোবর ২০২৪ ১৮:৫৫

ছবি সংগৃহিত

রাজধানীর দারুস সালামে জাররাফ আহমেদ প্রীতম নামে ৩১ বছর বয়সী যুবককে হত্যার ঘটনায় মো. রাসেল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার রাসেল দারুস সালাম থানার ডেঞ্জার দারুস ছিনতাইকারী গ্রুপের দলনেতা বলে দাবি র‌্যাবের।

গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ডিএমপি ঢাকার শাহ আলী থানার গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি সহকারী পুলিশ সুপার শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাতে তিনি জানান, ভুক্তভোগী জাররাফ তার নিজ এলাকা নজিপুর থেকে গত ২৬ আগস্ট রাতে ঢাকার উদ্দেশে রওনা হন। ২৭ আগস্ট ভোরে রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম রোড মিরপুর টাওয়ারের দক্ষিণ পার্শ্বে টয় পার্ক দোকানের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন।

এ সময় জাররাফ আহমেদ প্রীতমকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ওই ঘটনায় নিহত জাররাফ আহমেদ প্রীতমের চাচাতো বোন দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top