শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মিতা হককে নিয়ে মেয়ের আবেগঘন পোস্ট


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২১ ২১:১৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১৪

 মিতা হকের সঙ্গে মেয়ে জয়িতা। ছবি : সংগৃহী

গত ১১ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক। এরপর ফোনে খুব একটা পাওয়া যায়নি মেয়ে গায়িকা ফারহিন খান জয়িতাকে। জানালেন, মাকে হারিয়ে এক প্রকার ঘোরের মধ‌্যে সময় কাটছে তার। মা হারানোর হাহাকার বুকে নিয়ে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি। যেখানে উঠে এসেছে এক সন্তানের আর্তনাদ।

জয়িতা লিখেছেন, ‘আমি এখনো বিষয়টার মধ্যে ঢুকতে পারিনি। কেমন একটা ঘোরের মধ্যে আছি। মাঝে মাঝেই মনে হচ্ছে, মা ডাকছে। মাঝে মাঝেই মনে হচ্ছে এই তো সামনে দিয়ে হেঁটে গেল। খুব বেশি চিৎকার করে কাঁদতেও পারিনি এখনও। কিন্তু সত্যি তো, এটাই যে মা নাই। আমার মা’টা নাই। আমার মা’টাই তো ছিল, আমার সেই মা’টা সত্যি নাই।

কিন্তু আমি বিশ্বাস করি, মা এবার শান্তিতেই আছে, আনন্দেই আছে। ওই পারে তো তার সব প্রিয় মানুষরা আছে! শুধু আমি আর রাজন নাই! মা'র শাহীন বাবুও (অভিনেতা মোস্তাফিজ শাহীন) নাই! কিন্তু সময় হলে আমরাও তো যাবো একদিন! সেই দিনের অপেক্ষায় রইলাম! ততদিন এখন যেখানে আছি, সেটাকে ‘পরবাস’ মনে হবে...। মনে হবে- হেথা কে রাখিবে দুঃখ ভয় সংকটে? মনে হতেই থাকবে- তেমন আপন কেহ নাহি এ প্রান্তরে...।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়িতা আরও লেখেন, ‘আমার মা’টাকে সবাই যে এত ভালোবেসে, আদর আর সম্মানে জড়িয়ে রেখেছেন, এই ঋণ শোধ করবার নয়। আসলে মানুষটাই এমন আমার মা, যে ভালো না বেসে পারা যায় না। আমার পরম সৌভাগ্য, আমার জন্ম তার গর্ভে হয়েছে। জীবনের ৩৩ বছর আমি তাকে পেয়েছি, আরও অনেক পেতে ইচ্ছা করে, আরও অনেক বেশি পাওয়া উচিতও ছিল। কিন্তু হলো না। আমার সাথে এমনই হয়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top