নুসরাতের চোখে নিখিল ভিলেন, যশ নায়ক
প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২১ ২১:৩৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১৪

ব্যবসায়ী স্বামী নিখিল জৈনকে তালাক না দিয়েই ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে বিভিন্ন সময় একসঙ্গে কাটাতে দেখা যাচ্ছে টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে।
তবে কি নিখিলকে বাদ দিয়ে যশের সঙ্গে এক ছাদের নীচে থাকতে শুরু করেছেন অভিনেত্রী? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টালিমহলে।
সম্প্রতি নুসরাতের ইনস্টাগ্রামে পেস্ট লাগোনো জোড়া টুথব্রাশের ছবি পোস্ট নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। তবে কি যশের সঙ্গে ‘সম্পর্ক’ কবুল করলেন নুসরাত?
ভক্তদের অনেকেই ধারণা করছেন, যশ দাশগুপ্তের ভোট হয়ে গেছে। নির্বাচনের কারণে দীর্ঘ দিন দুজন দূরে ছিলেন। জোড়া টুথব্রাশ দেখে মনে হচ্ছে যশ-নুসরাত এখন এক ছাদের নীচে!
এদিকে নুসরাতের আরেকটি পোস্ট আর তার ক্যাপশন আরও জল্পনা উস্কে দিয়েছে। টি-শার্ট, জিন্স, জ্যাকেট ও চোখে চশা পরা একটি ছবি পোস্ট করে নুসরাত লিখেছেন, ‘যেখানেই খলনায়ক থাকে সেখানে নায়কও থাকে। আর যেখানে এরা দু’জন থাকে সেখানে অবশ্যই নায়িকা থাকে!’
এখানেও অনেকেই মনে করছেন, ভিলেন বলতে স্বামী নিখিলকে বুঝিয়েছেন নুসরাত। আর যশকে নায়ক।
যদিও সম্পর্কের কথা কোনো দিনই অস্বীকার করেননি যশ-নুসরাত। আবার সরাসরি স্বীকারও করেননি তারা।
আপনার মূল্যবান মতামত দিন: