‘ফ্যামিলি ক্রাইসিস’ খ্যাত শামীম-সারিকার বিয়ে
 প্রকাশিত: 
 ২১ এপ্রিল ২০২১ ১৭:০১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ০৭:১৪
                                ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। ইতিমধ্যেই তারা দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু নাটক। তাদের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’।
ফেসবুক পোস্টে শামীম জানিয়েছেন, ‘সীমিত পরিসরে বিয়ে’র কথা। এই লকডাউনের মধ্যেই ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকের কাজ শেষ করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। লকডাউন পরিস্থিতিতে বিয়ে এবং নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মনসুর আলম নির্ঝর।
শামীম হাসান সরকার বলেন, ‘নাটকটির গল্প সমসমায়িক। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে, বিয়েটাও। এমন এক গল্প নিয়ে নাটকটি। দর্শকরা দেখে আনন্দ পাবেন।’
নির্মাতা জানান, আসছে ঈদে ‘সীমিত পরিসরে বিয়ে’ নাটকটি প্রচার হবে অনলাইন মাধ্যমে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: