বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


৩০ বছর ভাত খান না মোশাররফ করিম, কেন?


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২১ ২০:৪৮

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৫

 খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এনটিভিতে প্রচার হতে যাচ্ছে ‘গরম ভাতের গন্ধ’ শিরোনামে একটি একক নাটক। ইসরাত আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, জাকিয়া বারী মম, সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহমেদসহ অনেকেই।

আজ রোববার দুপুরে ‘গরম ভাতের গন্ধ’ নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ এনটিভি অনলাইনকে বলেছেন, ‘নাটকটি একটি ছেলের গল্প, যে ৩০ বছর ধরে ভাত খায় না। এই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

এক পর্যায়ে তাঁর বিয়ে হয় মমর সঙ্গে। প্রথমে তাঁর এই ভাত না খাওয়াকে মম খুব এনজয় করত। কিন্তু পরে এই ভাত না খাওয়া ইস্যু নিয়ে জটিলতা শুরু হয়। এক পর্যায়ে তা সর্বোচ্চ আকার ধারণ করে। সেই সময়ই মোশাররফ করিমের মায়ের চরিত্রে অভিনয় করা সাবেরী আলম ৩০ বছর ভাত না খাওয়ার গল্প শোনাবেন। সেটা জানতে চোখ রাখতে হবে ঈদে এনটিভির পর্দায়।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্যে আমরা কাজ করেছি। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে মূলত এ নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। নাটক দেখে যাঁরা আসলেই ভাবিত হতে চান, তাঁদের ভাবনার খোরাক হতে পারে নাটকটি।’

নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top