বউ পেটানোর অভিযোগে অভিনেতা গ্রেফতার
প্রকাশিত:
১ জুন ২০২১ ১৯:৪১
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১৪

স্ত্রীকে পেটানোর অভিযোগের মামলায় হিন্দি সিরিয়ালের এক অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার করণ মেহরা ‘ইয়ে রিস্তা কেয়া কহেলাতা হ্যায়’খ্যাত অভিনেতা। সোমবার (৩১ মে) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্ত্রী নিশা রাওয়ালের সঙ্গে চিড় ধরেছে করণের দাম্পত্য সম্পর্কে, এমন গুঞ্জন গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। এর মধ্যেই সোমবার গভীর রাতে আচমকা গোরেগাঁও পুলিশের হাতে গ্রেফতার হন করণ।
স্ত্রী নিশা রাওয়ালকে মারধরের অভিযোগে এই টেলিভিশন তারকাকে গ্রেফতার করা হয়েছে।
করণের বিরুদ্ধে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। মামলার অভিযোগে নিশা জানিয়েছেন, শুরুতে দুজনের কথাকাটাকাটি হয়, পরে করণ তাকে মারধর করেন। আজই আদালতে তোলা হবে করণ মেহরাকে।
২০১২ সালে নিশা রাওয়ালকে বিয়ে করেন করণ। এর আগে দীর্ঘ ছয় বছর প্রেম করেছেন তারা। করণ বিগ বসে-র ঘরে থাক বার সময়তেই নিশা অন্তঃসত্ত্বা ছিলেন। ২০১৭ সালে জন্ম হয় তাদের পুত্রের।
আপনার মূল্যবান মতামত দিন: