চমক নিয়ে আসছেন শ্রীলেখা
প্রকাশিত:
৭ জুন ২০২১ ২২:১৬
আপডেট:
৭ জুন ২০২১ ২৩:১৩

অভিনয় জগৎ থেকে কিছুটা দূরে সরে এসে এখন পরিচালনাতেই বেশি মন দিচ্ছেন শ্রীলেখা মিত্র। এবার নতুন চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা জানিয়েছেন, দ্বিতীয় ছবি পরিচালনার কাজ শিগরিগই শুরু হচ্ছে।
শ্রীলেখা মিত্রের পরিচালনা করা প্রথম ছবি ‘বিটার হাফ’-এর পরে এবার দ্বিতীয় ছবি নিয়ে কাজ করার কথা জানান তিনি। এ ছবির কাস্টিংয়েও থাকছে বেশ চমক।
শ্রীলেখা ছবির পুরো পরিকল্পনাই তুলে ধরেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে তিনি জানান, এক বয়ষ্ক নারী গল্প নিয়ে করা হচ্ছে তার পরিচালিত দ্বিতীয় ছবিটি। এ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রীলেখার পিসি তপতী দাস এবং মেয়ের ভূমিকায় থাকবেন অমৃতা চট্টোপাধ্যায়।
শ্রীলেখার পছন্দের অভিনেত্রী অমৃতা সম্পর্কে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ওর মুখের একটা বৈশিষ্ট্য রয়েছে। ওর সঙ্গে কথা বলেও ভালো লাগে। শিক্ষিত ও রুচিসম্মত। মেয়ে হিসেবে সে ফিট ইন করবে’।
জানা যায়, সবকিছু ঠিক থাকলে আগষ্ট থেকে শুরু হবে ছবিটির শুটিং। কিছুদিন আগেই একটি ওয়েবসিরিজে কাজ শেষ করেন অমৃতা। এরপর চোট একটি বিরতির পরে আবার ফিরছেন অভিনয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: