রবিবার, ৬ই অক্টোবর ২০২৪, ২১শে আশ্বিন ১৪৩১


নতুন বয়ফ্রেন্ডের ফোন ধরতে নারাজ অনন্যা!


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩০

আপডেট:
৬ অক্টোবর ২০২৪ ১৮:২৮

ফাইল ছবি

কিছুদিন হলো ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম শুরু করছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল তাদের একটি ভিডিও।

যেখানে দেখা গেছে, একটি অনুষ্ঠানে বসে আছেন অনন্যা। টেবিলে রাখা তার ফোনটি হঠাৎই বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে দেখা যায় ওয়ালকার ব্লাঙ্কোর নাম। কিন্তু অনন্যা ফোনটি ধরলেন না। বরং, উল্টে রেখে দিলেন ফোনটি।

এই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ বলছেন, হয়তো প্রেমের শুরুতেই অশান্তি ঘটেছে অনন্যা ও ওয়ালকারের মধ্যে। আবার অনেকে মনে করছেন, অনুষ্ঠানের মাঝে এমন ফোন আসায়, কিছুটা হলেও বিরক্ত চাঙ্কিকন্যা।

অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলে।

শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে।

গুঞ্জন উঠেছে, এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সে কারণেই সোশাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখেছেন তিনি।

অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লাঙ্কো। পেশায় তিনি মডেল। তবে ওয়ালকারের রয়েছে অন্য আরও একটি পরিচয়।

তিনি রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তার প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি তেমন জমেনি আলাপ। পুরো প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানির বিয়েতেই।

হাতে ছবি থাকুক বা না থাকুক, আজকাল অনন্যা পাণ্ডে খবরে থাকেন সবসময়। আর অনন্যার খবর মানেই অভিনেতা আদিত্য রায় কাপুর প্রসঙ্গ তো আসবেই।

হ্যাঁ, গত দু’বছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারপর হঠাৎই খবর অনন্যা ও আদিত্য নাকি ব্রেকআপ করেছেন! এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও দুজনেই পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে তিক্ততা এসেছে। এখন আর একসঙ্গে নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top