বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩২


‘এটাই নারীবাদ’ দীপিকাকে ঘিরে সন্দীপের কটাক্ষ


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১২:২১

আপডেট:
২৯ মে ২০২৫ ০৩:২৬

ছবি সংগৃহীত

চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার এক রহস্যময় টুইট বার্তা ঘিরে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে। নিজের পোস্টে ভাঙ্গা প্রশ্ন তোলেন ‘এটাই কি তোমার নারীবাদের পরিচয়?’ যা অনেকেই দীপিকার প্রতি সরাসরি ইঙ্গিত বলেই মনে করছেন। এই মন্তব্যটি তিনি করেন তার আসন্ন সিনেমা “স্পিরিট” নিয়ে জটিলতা এবং দীপিকার সিনেমা থেকে বেরিয়ে যাওয়ার প্রেক্ষিতে।

তার অভিযোগ, দীপিকা নাকি আসন্ন ছবি ‘স্পিরিট’ এর চিত্রনাট্য ‘ফাঁস’ করেছেন এবং একই সাথে একজন কম বয়সী অভিনেত্রীকে ছোট করেছেন। এই কম বয়সী অভিনেত্রী যে তৃপ্তি দিমরি, তা প্রায় স্পষ্ট। কয়েকদিন আগেই জানা যায়, 'স্পিরিট' ছবিতে প্রভাসের বিপরীতে নারী চরিত্রে দীপিকার বদলে অভিনয় করবেন তৃপ্তি দিমরি। এর আগে দীপিকারই এই ছবিতে কাজ করার কথা থাকলেও, পারিশ্রমিক ও অপেশাদার আচরণের কারণে তাকে বাদ দেওয়া হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘যখন আমি কোনো অভিনেতাকে একটি গল্প শোনাই, তখন আমি ১০০% বিশ্বাস রাখি। আমাদের মধ্যে একটি অলিখিত NDA (নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট) থাকে। কিন্তু এটা করে আপনি আপনার আসল পরিচয় 'প্রকাশ' করেছেন... একজন কম বয়সী অভিনেতাকে ছোট করা এবং আমার গল্প ফাঁস করা?’

‘আপনার নারীবাদ কি এটারই প্রতিনিধিত্ব করে? একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি আমার শিল্পের পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করি এবং আমার কাছে চলচ্চিত্র নির্মাণই সবকিছু। আপনি এটা বোঝেননি। আপনি এটা বুঝবেন না। আপনি এটা কোনোদিনও বুঝবেন না।’

দীপিকার এই বহিষ্কারকে ‘নোংরা পিআর গেম’ আখ্যা দিয়ে ভাঙ্গা আরও লিখেছেন, ‘এমন করো পরেরবার পুরো গল্পটা বলো কারণ আমার একটুও কিছু যায় আসে না। তিনি প্রবাদ দিয়ে তার টুইটটি শেষ করেছেন, ‘খুন্দাক মে বিল্লি খাম্বা নোচে।’

ভাঙ্গার এই টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মন্তব্য করছেন, পরিচালক যে দীপিকাকেই ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট। একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন, ‘তিনি কার সম্পর্কে কথা বলছেন? দীপিকা?’ অন্য একজন এক্স ব্যবহারকারী প্রবাদটি উল্লেখ করে মন্তব্য করেছেন, ‘দীপিকা পাড়ুকোনকে বিল্লি বলল।’

আরেক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘এটা কি সত্যি যে দীপিকা পাড়ুকোন গল্প ফাঁস করেছেন?’ আবার কেউ কেউ দীপিকাকে কটাক্ষ করে লিখেছেন, ‘ভাবুন তো, নিজের তারকাখ্যাতি একজন কম বয়সী তারকার উজ্জ্বলতা সামলাতে না পেরে কারো বছরের পর বছরের প্রচেষ্টাকে অসম্মান করা। এটা নিছকই নিরাপত্তাহীনতা।’

এর আগে 'স্পিরিট' ছবির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দীপিকা দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে রাজি ছিলেন না। তার এজেন্সি চুক্তিতে সংশোধনের দাবি জানিয়েছিল, যেখানে বলা হয়, শুটিং ১০০ দিনের বেশি হলে প্রতিটি অতিরিক্ত দিনের জন্য দীপিকাকে বাড়তি পারিশ্রমিক দিতে হবে। এই বিষয়গুলোই নাকি তার বাদ পড়ার অন্যতম কারণ।

টি-সিরিজ এবং ভদ্রকালী পিকচার্স প্রযোজিত 'স্পিরিট' ছবিতে প্রভাসকে একজন দুর্ধর্ষ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। 'অ্যানিম্যাল'-এর পর তৃপ্তি দিমরির সাথে ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি ভাঙ্গার এটি দ্বিতীয় কাজ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top