সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা
প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৭:৩১
আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৩:২৬

বলিউডের জনপ্রিয় তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা তাদের জীবনে এক নতুন আনন্দের খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন, তারা বাবা-মা হতে চলেছেন। এই খবরে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছে নেটদুনিয়া।
রাজকুমার ও পত্রলেখা ইনস্টাগ্রামে একটি বাচ্চার দোলনার ছবি পোস্ট করে লেখেন, ‘শিশু আসছে।’ ক্যাপশনে রাজকুমার লেখেন, ‘দারুণ আনন্দিত।’
এই ঘোষণার পর বলিউড তারকারা ও ভক্তরা তাদের অভিনন্দনে ভরিয়ে দেন। বরুণ ধাওয়ান লেখেন, ‘অভিনন্দন!’ সোনম কাপুর লেখেন, ‘তোমাদের জন্য খুব খুশি লাগছে।’ পুলকিত সম্রাট, নেহা ধুপিয়া, ফারহা খানসহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ফারহা খান মজার ছলে লেখেন, ‘শেষ পর্যন্ত সবাইকে জানালে। এই খবর গোপন রাখা আমার পক্ষে খুব কঠিন ছিল।’
এ বছরের শুরুতে রাজকুমার ও পত্রলেখা বলেছিলেন, ‘আমাদের জীবনে বিশেষ কিছু ঘটতে চলেছে। সবাইকে জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তখন থেকেই জল্পনা শুরু হয়। যদিও রাজকুমার পরে জানান, তারা তখনো বাবা-মা হচ্ছেন না।
২০১০ সালে রাজকুমার রাও ও পত্রলেখার প্রথম দেখা হয়। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা বিয়ে করেন।
এদিকে, রাজকুমার রাও অভিনীত নতুন সিনেমা ‘মালিক’ মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এই ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশন হিরোর ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন মানুষি ছিল্লার এবং ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পশ্চিম বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: