মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২


মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা


প্রকাশিত:
২১ জুলাই ২০২৫ ২১:২১

আপডেট:
২২ জুলাই ২০২৫ ০১:৫৫

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের ভিডিও ও ছবি। হৃদয়বিদারক এই দৃশ্য নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন শোবিজের অনেক তারকা, তারা শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করছেন।

অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়।’

জয়া আরও লেখেন, ‘আহারে এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই প্রার্থনা রইল।’

এক ফেসবুক পোস্টে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন।’

এই মর্মান্তিক ঘটনায় রক্তদানে উৎসাহ দিয়ে অভিনেত্রী বলেন, ‘এরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। হয়তো কোথাও রক্তের প্রয়োজন হতে পারে, আপনার একটি রক্তদান কারও প্রাণ বাঁচাতে পারে।’ পোস্টে অপু বিশ্বাস রক্তদানের জন্য উপযোগী কয়েকটি হাসপাতালের নামও উল্লেখ করেন। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ জানান, ‘দয়া করে কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করবেন না বরং উদ্ধার কাজে সহযোগিতা করুন।’

অভিনেতা আরিফিন শুভ লিখেছেন, ‘আল্লাহ, আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তৌফিক দান করুন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা।’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘আল্লাহ সহায় হোন। লিংক, কমেন্ট দেখে বুক কেঁপে উঠছে! শিউরে উঠছি! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না। সাধ্যমতো সহযোগিতা করুন।’

আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে উদ্ধারকাজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অভিনেতা বাপ্পী চৌধুরী। তিনি লিখেছেন, ‘কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্ত করবেন না প্লিজ। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স সার্ভিসকে কাজ করতে সহায়তা করুন। প্রচুর রক্ত প্রয়োজন। রক্তদানে আগ্রহীরা নিকটস্থ হাসপাতালগুলোয় আসুন। বাচ্চাগুলো সুস্থ ও নিরাপদে তাদের মা-বাবার কোলে ফিরে আসুক, এটাই কাম্য।’

চিত্রনায়ক সিয়াম আহমেদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন।’

সবার আছে সাহায্যের আবেদন করে তিনি আরও লেখেন, ‘ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে; রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!’

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘কি ভয়াবহ খবর! উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশু, শিক্ষক এবং অভিভাবকদের জন্য প্রার্থনা।’

চিত্রনায়িকা শবনম বুবলী শোক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’

চিত্রনায়িকা মাহিয়া মাহি লিখেছেন, ‘বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিওনা প্লিজ।’

অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার লিখেছেন, ‘এ রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘আল্লাহ, উত্তরা মাইলস্টোন কলেজের সবাইকে হেফাজত করুন।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলছেন, ‘আমার প্রার্থনা রইল তাদের সঙ্গে। দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলছেন, ‘এই ঘটনা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।’

অভিনেতা ফারহান আহমেদ জোভান বলছেন, ‘আল্লাহ তুমি বাচ্চাদের সহ সকলকে রক্ষা করো, মাফ করে দাও। মাইলস্টোন কলেজ ভবনের উপর ট্রেনিং বিমান বিধ্বস্ত! শিক্ষক থেকে স্টাফ, অভিভাবক এবং ছাত্রদের জন্য প্রার্থনা রইল।’

কণ্ঠশিল্পী কনকচাঁপা ফেসবুকে লিখেছেন, ‘রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পথচারী এবং বিমানের সাথে সংশ্লিষ্ট পাইলট ও সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

সংগীতশিল্পী আসিফ আকবর নিজের ফেসবুক পেজে হট নম্বর শেয়ার করে লিখেছেন, ‘ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারও জন্য রক্তের প্রয়োজন হলে এই নাম্বারে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন।’

আরেক কণ্ঠ তারকা আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’

অভিনেত্রী সোহানা সাবা খানিকটা হতবাক হয়ে গেছেন এই খবরে। তিনি হতাশা নিয়ে লিখেছেন, ‘আমার ধারণাই ছিলো না যে ঢাকার মতো জনবহুল এলাকায় বিমান চালানো প্রাক্টিস করা হয়!’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, ‘উত্তরার দিয়াবাড়িতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও বিস্মিত। সবার জন্য প্রার্থনা করছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন।’

অভিনেতা সাইফ খান নিজের উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘আজ উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে। চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থেকে উদ্ধারকাজে সহায়তা করুন।’

অভিনেতা তৌসিফ মাহবুব রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশপাশের হাসপাতালে চলে যান।’

নাট্যশিল্পী সাদিয়া আয়মান জানান, ‘উত্তরা আধুনিক হাসপাতাল ও মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতার প্রয়োজন। প্লিজ এগিয়ে আসেন!’

অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।’

সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।’

গায়িকা সাবরিনা পড়শি লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। সকল শিক্ষার্থীসহ যারা আক্রান্ত হয়েছেন সবার জন্য প্রার্থনা করছি।’

নির্মাতা ও প্রযোজক অনন্য মামুন শোক প্রকাশ করে লিখেছেন, ‘মর্মান্তিক এই ফাইটার জেড দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি হতাহত সবার জন্য দোয়া করছি এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।’

সংগীতশিল্পী ইমন চৌধুরী লিখেছেন, ‘এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। এই মৃত্যু উপত্যকায় সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।’

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা গিয়েছিলাম উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। আপনারা অনেক মানুষ এসেছেন রক্ত দিতে। অনেক কৃতজ্ঞতা। তবে, এখানে পজিটিভ গ্রুপের রক্ত পর্যাপ্ত পাওয়া গেছে। আমি ও আমার সাথে সবারই পজিটিভ রক্ত (বেশিরভাগ এ পজেটিভ, বি পজেটিভ)। তাই নেওয়া হয়নি। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত ওইভাবে পাওয়া যায়নি, তাই যারা নেগেটিভ ব্লাড গ্রুপের (এ, বি, এ বি, ও নেগেটিভ) তারা চলে আসুন। এখন যাদের রক্ত নেয়া হয়নি, তারা ফোন নাম্বার দিয়ে যাবেন। প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করা হবে।’

নেগেটিভ রক্তের গ্রুপের প্রয়োজন জানিয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘নেগেটিভ রক্তের গ্রুপের ডোনাররা দয়াকরে এগিয়ে আসুন। বার্ন ইনস্টিউটের ৮ম তলা ৮৪২ নম্বর রুমে।’

অভিনেতা ইরফান সাজ্জাদ এক আবেগঘন পোস্ট দিয়ে জানান যে, ‘ভালো লাগছে না কিছু, চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম। আল্লাহ কি দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল।’

তিনি আরও লিখেছেন, ‘মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।’

চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।’

অভিনেত্রী পূজা চেরী লিখেছেন, ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুর ভয় নিয়ে যেতে হবে।’

ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।’

সালমান মুক্তাদির লিখেছেন, ‘এটা দেখা সত্যিই ভয়াবহ। আল্লাহ, দয়া করে শিশুদের রক্ষা করুন। সবাই যেন জীবিত অবস্থায় বাইরে আসতে পারে- এই প্রার্থনাই করছি। আমার চোখ যেন বিশ্বাস করতে পারছে না যা দেখছি। এটা দেখা বা ভাবাই অসহনীয়।’

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‌‘ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, হতাহতের আশঙ্কা। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।’

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো অনেকে নিখোঁজ। কারও কারও লাশ পাওয়া যাচ্ছে। কেউ ছুটছেন প্রিয়জনকে খুঁজতে। এসব নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘কী বলব? এ কোন শোকগাথা? বুকের ভেতরে তোলপাড় করছে। কতগুলো বাচ্চা! মা–বাবার অন্তর উপলব্ধি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি।’

অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’

অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’

অভিনেতা নিরব হোসেন লিখেছেন, ‘এয়ারক্রাফট চালানোর আগে যদি কিভাবে এয়ারবল্লুন দিয়ে লাফ দেয়া যাই সেটা শিখে তাহলে আর কিছু বলার নাই।’

অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘আমি জানি না কেন আমি কাঁদছি। দয়া করে পোড়া শিশুদের ছবি শেয়ার করা বন্ধ করুন। দয়া করে।’

নির্মাতা দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘অঙ্গারে সব জ্বলে পুড়ে ছাই! হে ঈশ্বর, এই কষ্টের মুক্তি কি নাই!!’

কণ্ঠশিল্পী কোনাল লেখেন, ‘এই অনিশ্চিত জীবন নিয়ে আমরা কত অহংকার করি! উত্তরা মাইলস্টোন কলেজ মাঠে বিমান বিদ্ধস্ত। মন থেকে দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে, বাচ্চাগুলো এবং সেইখানে অবস্থানরত সবার জন্য।’

এই দুর্ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শোক প্রকাশ করে রাজধানীর (ডেমরা) যাত্রাবাড়ী জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার শহীদ স্মরণ মঞ্চে আয়োজিত আজকের ‘ড্রোন শো’ স্থগিত ঘোষণা করেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top