প্রেম গুঞ্জনের মাঝে বিশেষ পার্টিতে সৃজিত-সুস্মিতা, চলল মিষ্টি খুনসুটি
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১১:৪১
আপডেট:
২৭ জুলাই ২০২৫ ১২:১০

টালিউডে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা সুস্মিতা চ্যাটার্জি। এক সেলফি থেকেই শুরু হয়েছিল গুঞ্জন, তারপর প্রিমিয়ার, পার্টি, পোস্টের ক্যাপশন- সব মিলিয়ে যেন এক প্রেম জল্পনা উসকে যায় তাদের নিয়ে। অনুরাগীরা ভাবছেন, সৃজিত বোধহয় এবার নতুন কোনো সম্পর্কে লিপ্ত!
এমন আবহে সেই গুঞ্জনের আঁচ যেন আরও উসকে গেল ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদযাপনের এক পার্টিতে।
গত শুক্রবার সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ছিল ‘মৃগয়া’র সাকসেস পার্টি। সেখানে পরিচালক অভিরূপ ঘোষের নিমন্ত্রণে হাজির ছিলেন তার ‘গাইড’ সৃজিত। সেই প্রেক্ষিতেই অভিরূপে ছবির সাফল্য উদযাপনের অংশীদার হিসেবে যান সৃজিত।
আর সেই ছবিতে আইটেম ডান্সে ঝড় তোলা সুস্মিতাও ছিলেন সেখানে। এদিকে সেই পার্টি জমজমাট, সঙ্গে আলো-আধারিতে চোখে পড়ল সৃজিত-সুস্মিতার খুনসুটি, হাসি, আড্ডা। আর তার একটি দৃশ্য ভাইরাল হতেই বাড়ল তাদের প্রেম জল্পনা।
সেই অনুষ্ঠানে সুস্মিতার নাচ ছিল আকর্ষণের কেন্দ্রে। নাচ শেষে অভিনেত্রী এসে সৃজিতকে নাচতেও অনুরোধ করেন। কিন্তু নারাজ পরিচালক। কারণ, তিনি আড্ডায় ব্যস্ত। এরপর সুস্মিতাও যোগ দেন সৃজিতের আড্ডায়।
এর আগে অবশ্য প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন দুজনেই। ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে জিজ্ঞেস করা হলে সৃজিত মজা করে বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফি নিয়ে এত কিছু! রিল্যাক্স।’ আর সুস্মিতা স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা খুব ভালো বন্ধু, হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব ক্লোজ হয়ে গেছি। কিন্তু প্রেম? সে তো আপনারাই ঠিক করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: