এবার অভিনয়ে সালমান খানের দেহরক্ষী
 প্রকাশিত: 
 ২ আগস্ট ২০২৫ ১২:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২২:০৮
                                তিনি সালমান খানের ছায়াসঙ্গী। ভাইজানকে আঘাত করতে হলে আগে তাকে ঘায়েল করতে হবে। সালমানও ভাইয়ের মতো দেখেন দেহরক্ষী শেরাকে। ২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় ছোট একটি দৃশ্যেও দেখা গিয়েছিল তাকে। দেড় দশক পর ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সালমানের দেহরক্ষী। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিনি।
এরইমধ্যে শুটিং শেষ বিজ্ঞাপনের। রাখি বন্ধন উপলক্ষে নির্মিত এ বিজ্ঞাপনে শেরাকে দেখা যাবে ভাই হিসেবে। যখনই নারীরা কোনো বিপদে পড়বে তখন ভাই হয়ে উপস্থিত হবেন শেরা। নারীরাও তাকে দেবেন রাখি।
শেষের দিকে শেরার মোবাইল ফোনে নীল আলো জ্বলতে দেখা যায়। সালমানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস।
শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমানের বডিগার্ড হিসেবে কাজ করছেন তিনি। ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও ছিলেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: