রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


কনসার্ট বাতিল করায় ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি, যা বলল আর্টসেল


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৫:২০

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৭:৩২

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ আগস্টে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল ব্যান্ডদল আর্টসেলের। কিন্তু আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায় ব্যান্ড। এতে ক্ষুব্ধ আয়োজক ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এবার আর্টসেলের কাছে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে একদিনের সময় দিলেন প্রধান আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাওয়ার দাবি করেছেন এ আয়োজক।

সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কালচারাল ফ্যাসিস্ট Artcell, Lincoln Artcell, আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন, ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।

এরপর লেখেন, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ তালিকা দেওয়া হয়েছে। এটা না দিলে কোন কোন আইনে মামলা হবে সেটার তালিকা আমরা প্রস্তুত করছি এবং আগামীর কানাডা সফর বাতিলের আওয়াজ তুলব আমরা।

সবশেষে তিনি লেখেন, তাদের ম্যানেজারের সঙ্গে কথা বললে তিনি জানান, এটাকে তিনি মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনবেন। আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি- নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যানসেল করেছে। তোমাদের টাকা নিয়ে ক্যাম্পাসের কুকুরগুলোকে খাওয়াব। আর এটা চাঁদাবাজি হিসেবে সামনে আনলে আনো। তোমার কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স। সময় মাত্র ১২ঘণ্টা।

বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে আর্টসেলের ম্যানেজার মাহের ঢাকা মেইলকে বলেন, আমাদের ব্যান্ডের ভোকাল লিংকন ভাই শারীরিক ভাবে অসুস্থ। এটা নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে আছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনসার্টের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না। তবে এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top