সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


করণ জোহরের কামব্যাকে থাকছে চমক!


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১০:৩৯

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১২:৩২

ছবি ‍সংগৃহিত

আগামী বছর থেকে ফের পরিচালনায় ফিরছেন বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহর। প্রযোজক হিসেবে নিয়মিত সক্রিয় থাকলেও গত দুই বছর ধরে তিনি কোনো ছবি নির্মাণ করেননি। তাই আগামী বছর নতুন আঙ্গিকে বড়পর্দায় ফিরতে চলেছেন তিনি। তবে এবার আর সমসাময়িক প্রজন্ম নয়, করণ তুলে ধরবেন পুরোনো দিনের গল্প; তাই বলাই যায়, এই পরিচালকের কামব্যাকের মাধ্যমে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক।

রোববার ইনস্টাগ্রামে সাদা শার্ট পরে সমুদ্রের মাঝে তোলা নিজের একটি ছবি শেয়ার করেন করণ জোহর। সেই পোস্টের ক্যাপশন থেকেই ইঙ্গিত মেলে এসব তথ্যের।

ছবিটি পোস্ট করে করণ লেখেন, ‘২০২৬ সাল হবে সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আর আমার জীবনের নতুন সংস্করণের সূচনা হতে চলেছে ।আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাবো? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলো হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’

পরিচালক আরও লেখেন, ‘আমি শুধু একটি দিন নয় প্রত্যেক মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি। তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। দেখা হবে।’

পরিচালকের এই ফিরে আসার কথা শুনে ভীষণ খুশি ভক্তরা। অনেকেই মত জানিয়েছেন, পুরনো দিনের স্টাইলের ছবির এই মুহূর্তে ভীষণ ভীষণ প্রয়োজন তাই পরিচালকের ফিরে আসা উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top