বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


ভক্তদের সারপ্রাইজ দিলেন হানিয়া আমির


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১১:৩৯

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১২:১১

ছবি সংগৃহীত

ললিললিউড অভিনেত্রী হানিয়া আমির। তিনি সম্প্রতি আইএমডিবি’র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন। এবার নিজের ভক্ত-অনুরাগীদের সারপ্রাইজ দিলেন।

উড অভিনেত্রী হানিয়া আমির। তিনি সম্প্রতি আইএমডিবি’র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন। এবার নিজের ভক্ত-অনুরাগীদের সারপ্রাইজ দিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেই সকল অনুরাগীদের, যাদের জন্মদিন ছিল সেদিন। গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির কিছু ছবি দিয়ে হানিয়া একটি পোস্ট করেন।

ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকের সঙ্গে মানানসই লাল রঙের হাফ-জ্যাকেট, কালো বুট এবং আকর্ষণীয় গয়না পরেছেন তিনি। সঙ্গে হালকা মেকআপে তার চেহারা আরও ঝলমলে হয়ে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে হানিয়া লেখেন, ‘আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ এই ব্যতিক্রমী পোস্ট দেখে তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং কমেন্ট বক্স ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায়।

পোস্ট করা ছবিগুলোতে হানিয়াকে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিল-এর সাথে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।

প্রসঙ্গত, হানিয়ার সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি বরাবরই ভক্তদের কাছে প্রিয়। তার এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোই তাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও জনপ্রিয় করে তুলছে এবং বিশ্বজুড়ে পাকিস্তানি সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top