শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে নারী অপহরণের অভিযোগ


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১২:১৫

আপডেট:
৩ জানুয়ারী ২০২৬ ০৪:০৬

ছবি সংগৃহীত

সম্প্রতি ভারতের কোচির এনার্কুলাম স্থানীয় একটি বারে দুই পক্ষের মধ্যে হাতাহাতির জেরে এক নারী প্রযুক্তিবিদকে অপহরণ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় এনার্কুলাম থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী নারী।

ওই মামলায় মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেননকে প্রথম আসামী করে অভিযুক্ত করা হয়। এ মামলায় অভিনেত্রী ছাড়াও তাঁর তিন বন্ধুকে অভিযুক্ত করা হয়।

ভারতীয় গণমাধ্যমকে এনার্কুলাম থানার পুলিশ জানিয়েছে, বারে হাতাহাতির প্রতিশোধ হিসেবে ভুক্তভোগীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে ব্যাপক মারধর করেন। অপহরণ মামলার মূল হোতা অভিনেত্রী লক্ষ্মী বর্তমানে আত্মগোপনে আছেন। তবে বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সূত্রের খবর, এনার্কুলামর আলুভার বাসিন্দা প্রযুক্তিবিদ আলিয়ার শাহ সলিম অপহরণের অভিযোগটি দায়ের করেন। তাঁর অভিযোগ অনুসারে, এনার্কুলামর একটি বারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ঝগড়াটি যখন রাস্তায় ছড়িয়ে পড়ে তখন অভিযোগকারী এবং তাঁর বন্ধুরা চলে যাওয়ার চেষ্টা করেছিল। তখন অভিযুক্তরা তাঁদের গাড়ির পেছনে ধাওয়া করে।

এরপর রাত সাড়ে ১১টার দিকে এনার্কুলামর উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিযোগকারীর গাড়ি থামানো হয়। এবং তাঁকে জোর করে টেনে বের করে আনা হয়। এরপর আলিয়ার শাহ সলিমার মুখ বেঁধে মারধর করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের সময় ব্যবহৃত গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।

বলে রাখা ভালো, লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের ‘রাঘাবন্তে স্বত্তম রাজিয়া’-এর মাধ্যমে মালায়ালাম সিনেমায় অভিষেক করেন। তাঁকে ‘সুন্দরপান্ডিয়ান’, ‘কুট্টি পুলি’, ‘জিগারথান্ডা’, ‘মিরুথান’-এর মতো জনপ্রিয় বেশ কয়েকটি মালয়ালম এবং তামিল ছবিতে দেখা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top